SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Art Exhibition গণেশ আর্ট গ্যালারিতে তিন দিনের রঙমেলায় ৭৫ জন চিত্রশিল্পীর ছবি প্রদর্শিত


 

Art Exhibition

গণেশ আর্ট গ্যালারিতে তিন দিনের রঙমেলায় ৭৫ জন চিত্রশিল্পীর ছবি প্রদর্শিত 


Lutub Ali
Bengal Times News, 26 March 2024

লুতুব আলি, কলকাতা : কলকাতা শোভাবাজার মেট্রো, কুমোরটুলি সংলগ্ন অঞ্চলে গণেশ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল তিন দিনের রঙমেলা। আয়োজক বে রঙিন কলম। বে রঙিন কলমের তরুণ সদস্য সদস্যাদের রঙমেলা আক্ষরিক অর্থে কলকাতাকে রাঙিয়ে দিল। বেরঙিন কলমের চতুর্থ বর্ষ উপলক্ষে এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়। অনুষ্ঠানের স্লোগান ছিল হার না মানা হার। তিনদিনের এই অনুষ্ঠান প্রকৃত অর্থে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান ছিল। ইজরায়েলে বিভীষিকাময় যুদ্ধ গা শিউরে ওঠার মত ছিল। অনুষ্ঠানের প্রারম্ভে যুদ্ধের বিরোধিতা করে শান্তি প্রতিষ্ঠার দাবিতে বর্ষীয়ান চিত্রশিল্পী বরুন সাহা আকাশে সাদা পায়রা উড়িয়ে দেন। সমগ্র বিশ্বের প্রতি মুক্তিকামি মানুষের পাশে দাঁড়াতে, যুদ্ধ পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রতীকী স্বরূপ এই বার্তা ছিল শুভ সূচনা লগ্নে। অনুষ্ঠানের সূচনা লগ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরে সংগীত আমার হৃদ মাঝারে রাখবো, নয়নে মদিনা। পরক্ষণেই হরে কৃষ্ণ হরে রাম... সকলের মনকে স্পর্শ করে। বর্তমানে অধিকাংশ শিশুরাই বিপ্লবী যুগের স্বাধীনতা সংগ্রামীদের নাম জানেনা। এই অনুষ্ঠানের শহীদ বিপ্লবী ভগৎ সিং সহ অন্যান্যদের স্মরণ করে শহীদ দিবস পালন করা হয়। এঁদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এই অনুষ্ঠানে শিশুরা এসে এই প্রথম এই বিপ্লবীদের কথা জানতে পারলো। বে রঙিন কলম শৈশব অবস্থা থেকেই শিশুদের স্বদেশ প্রেম, গুরুজনদের প্রতি ভক্তি এই ব্যাপারেও পাঠ দিয়ে থাকে। বিগত দিনে সাংস্কৃতিক আন্দোলনে বাংলায় নবজাগরণ ঘটেছিল। অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় তা নষ্ট হতে বসেছে বলে অভিমত পোষণ করেন বে রঙিন কলমের প্রতিষ্ঠাতা বর্তমানে সম্পাদক বিশিষ্ট চিত্রশিল্পী আকাশ পাইন। এক সাক্ষাৎকারে আকাশ পাইন বলেন, বিকল্প সংস্কৃতির প্রসার, ভারতের প্রকৃত ইতিহাস তুলে ধরায় বে রঙিন কলমের মুখ্য উদ্দেশ্য। নেতা মন্ত্রীদের লেখা জোর করে পড়ানো হচ্ছে। যাঁদের লেখাপড়ানো উচিত তাঁরা ব্রাত্য থেকেই যাচ্ছেন। বে রঙিন কলমের বর্তমানের ফলোয়ার সংখ্যা প্রায় কুড়ি হাজার। সকলেরই বয়স ২৫ বছরের মধ্যে। সাংস্কৃতিক বিপ্লবের পক্ষে, সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি করতে বদ্ধপরিকর এই বেরঙিন কলম পরিবার।

 অনৈতিক, পচে যাওয়া দিকগুলি মেরামত করে মূল স্রোতে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকার করেছে এই বে-রঙিন কলম পরিবার। আকাশ বাবু দাবি করেন প্রকৃত অর্থে পরিবর্তন একদিনে হবে না কিন্তু একদিন হবেই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রী বে-রঙিন কলমের সদস্যা পিউলি দাস বলেন, সাহিত্য, সংস্কৃতির রঙ্গনে বে রঙিন কলম পরিবার বর্তমানে খুবই প্রাসঙ্গিক। প্রতিদিনই সদস্য সংখ্যা বেড়েই চলেছে। সকলের ঐক্যবদ্ধ মত বিনিময়ের ফলে বেরঙিন কলম সমাজের বুকে রঙিন হয়ে দেখা দিচ্ছে। তিন দিনের এই রং মেলায় রাজ্যের বিশিষ্ট ৭৫ জন চিত্রশিল্পীদের ছবি প্রদর্শিত হয়। উল্লেখ্য, ১২ বছরের মধ্যে ছেলেমেয়েদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সবথেকে কনিষ্ঠ শিশু শিল্পী সৃষ্টি সেন সকলের নজর কাড়ে। এই রঙমেলাতে সদস্যদের হাতে তৈরি করা গয়না, হারবাল রং, হাতে তৈরি পোশাক প্রদর্শিত হয় এবং বেচাকেনাও হয়।

 বস্তুতপক্ষে এই রঙমেলা হয়ে উঠেছিল সকলের কাছে প্রিয়। অনুষ্ঠানে সংগীত, কবিতা পাঠ, শ্রুতি নাটক, প্রাণ খোলা আলাপচারিতা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বে রঙিন কলম কোর কমিটির সদস্য সহ প্রশাসক এবং সদস্য ঐশিক দত্ত, বিশিষ্ট শিল্পী অভিলাষ পাল, আখোড় কথা প্রকাশনীর প্রকাশক শুভঙ্কর মাঝি, বিশিষ্ট শিল্পী দেবেশ চক্রবর্তী, বিশিষ্ট চিত্রশিল্পী দীপান্বিতা বেনেগাল, চিত্রশিল্পী রাজর্ষি চক্রবর্তী, বিশিষ্ট সংগঠক চন্দনাথ বসু, তরুণ পাত্র, চিত্রশিল্পী বাপ্পাদিত্য মাঝি, বিশিষ্ট সাহিত্যিক রণিত ভৌমিক। রং মেলার দ্বিতীয় দিনে প্রখ্যাত সাহিত্যিক রণিত ভৌমিকের হাত ধরে প্রকাশ পায় বেরঙিন কলম প্রযোজিত এবং পদাতিক নিবেদিত রঙ্গন সাহিত্য পত্রিকা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অদ্বিতীয়, প্রখ্যাত শিল্পী মানষ রায়, নৃত্যশিল্পী লাবণ্য ঘোষ, সংগীতশিল্পী রাজদীপ মুখার্জী, প্রখ্যাত ভাস্কর্য শিল্পী অসীম পাল, উই আর দি কমন পিপল এর প্রতিষ্ঠাতা শুভজিৎ দাশগুপ্ত, কলকাতা জেলার ছাত্র আন্দোলনের নেতৃত্ব বর্ণনা মুখোপাধ্যায়। সমাপ্তি বক্তব্য রাখেন রংমালা কমিটির সম্পাদক মলয় খামরই, রংমেলা কমিটির সভাপতি আকাশ পাইন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad