Election Campaign
জামালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর প্রচার শুরু
Bengal Times News, 30 March 2024
অতনু হাজরা, জামালপুর : বর্ধমান পূর্ব লোকসভা আসনে চিকিৎসক ডাঃ শর্মিলা সরকারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হবার পরই তিনি প্রচার শুরু করেছেন। জামালপুরে আজ থেকে তিনি প্রচার শুরু করলেন। বর্তমানে জামালপুর তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে ভালো ভোটে জিতে বিধায়ক হয়েছেন অলক কুমার মাঝি। জামালপুরে হালারার জাগ্রত দেবী বিপত্তারিনী মায়ের পুজো দিয়ে তিনি প্রচার শুরু করলেন।
সেখানেই প্রার্থীকে শুভেচ্ছা জানাতে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক হাজির হন। মা বিপত্তারিনি দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে তিনি প্রচার শুরু করেন। সঙ্গে ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ দলের সকল শাখা সংগঠনের সভাপতি ও কর্মী সমর্থকরা। প্রচারের প্রথম পর্বে তিনি তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন। প্রচারে তাঁর সাথে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক ছিলেন।
সব জায়গাতেই তাঁকে মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। শর্মিলা দেবী জানান জামালপুরে জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। বিরোধী প্রার্থী তাঁকে নিয়ে গান বেঁধেছেন তার প্রতিক্রিয়া চাইলে তিনি জানান উনি পিতৃতুল্য, উনি যেমন ভাবছেন সেই ভাবেই ওনার প্রচার করছেন এ বিষয়ে তাঁর কিছু বলার নেই।
আজ সারাদিন তাঁর প্রচার কর্মসূচী রয়েছে। দুপুরে তিরুপতি স্টোরে প্রতিটি অঞ্চলের কর্মীদের সাথে বৈঠক করবেন। তারপরে আছে একটি পদযাত্রা। প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থক প্রার্থীর সমর্থনে সেখানে পা মেলাবেন। সন্ধ্যায় আছে ইফতার পার্টি তারপরে এলাকার বিখ্যাত ও জাগ্রত মহীন্দরের মেলায় গিয়ে পুজো দেবেন ও জনসংযোগ করবেন।