ভাগীরথীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক মেধাবী ছাত্রের
Bengal Times News, 30 March 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : গঙ্গা স্নানে পুণ্য অর্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক মেধাবী ছাত্রের। শনিবার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বড়ালঘাটে। জানা যায়, আসানসোল থেকে নবদ্বীপে বেড়াতে আসা একটি পরিবার গঙ্গা স্নানে পুণ্য অর্জন করতে তীর্থভূমি নবদ্বীপের বড়াল ঘাটে স্নান করতে এসেছিলেন। পরিবারের সঙ্গে স্নান করতে গিয়ে হঠাৎ ভাগীরথীর গর্ভে তলিয়ে যায় ১৭ বছর বয়সী এক কিশোর। খবর পেয়ে জেলা দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ওই কিশোরের খোঁজে নামানো হয় ডুবুরি। মাত্র দশ মিনিটের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা দপ্তরের এক ডুবুরি ভাগীরথী নদীর প্রায় ৩৫ থেকে ৪০ ফুট গভীরে তলিয়ে যাওয়া ওই কিশোরকে উদ্ধার করে। পরে ওই কিশোরকে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানতে পারা যায়, মৃত ওই কিশোরের নাম সুপ্রতিম গাঙ্গুলী (১৭)। তার বাড়ি আসানসোল দক্ষিণ থানার মহিশিলা কলোনীর শিমুলতলা এলাকায়। জানা যায়,শুক্রবার সকালে আসানসোল থেকে দুটি পরিবার মায়াপুরে বেড়াতে আসে। শুক্রবার মায়াপুরে কাটিয়ে শনিবার সকালে চলে আসে তীর্থভূমি নবদ্বীপে। ওই দুটি পরিবার বড়ালঘাটে একটি হোটেল ভাড়া নেয়। দুপুর প্রায় একটা নাগাদ বড়ালঘাটে পরিবারের সঙ্গে স্নান করতে নেমে হঠাৎ তলিয়ে যায় একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র সুপ্রতিম গাঙ্গুলী নামে ওই কিশোর। বিকেলে কিশোরের দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। সামগ্রিক ঘটনায় পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া।