Social Awareness
সমাজ সচেতনতার অভিনব প্রচারে স্পন্দন ফাউন্ডেশন
Bengal Times News, 24 March 2024
বেঙ্গল টাইমস নিউজ : পথ কুকুর বা পশু পাখিদের গায়ে কোন প্রকার রং মাখাবেন না, ওদের কষ্ট হয়, এমনকি প্রাণহানি পর্যন্ত হতে পারে। দোল উৎসব উপলক্ষে এমনই সচেতনতা মূলক প্রচার করলো কীর্ণাহার স্পন্দন ফাউন্ডেশন। সংগঠনের পক্ষে রণদেব দাস জানান, রাত পোহালেই দোল উৎসব আমরা নিজেদের মতন আনন্দ করবো কিন্তু এই আনন্দের জন্য যেন অবলা প্রাণীদের কোনোরকম কষ্টের কারণ হয়ে না দাঁড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে।
রবিবার স্পন্দন ফাউন্ডেশন এর সদস্যরা প্ল্যাকার্ড হাতে নিয়ে র্যালি বের করে কীর্ণাহার এলাকা জুড়ে এই প্রচার কর্মসূচি সংগঠিত করেছে। মানুষকে বোঝানো হয় আনন্দ করুন নিজেদের মধ্যে পশুপাখিদের মধ্যে নয়। রীতিমত ছড়া কেটে এলাকার মানুষকে জানানো হয়
আমরাই তো শ্রেষ্ঠ প্রাণী
নেই কোনো সংশয়,
আমরা মানুষ,
দোল আমাদের
অন্য জীবের নয়।
কুকুর, গরু, ছাগল, বিড়াল
প্রাণ আছে আর যতো,
রং আমাদের মনের খেলা
ওদের বিষের মতো।
অভিনব এই প্রচার পরিক্রমায় কীর্ণাহারবাসীর মধ্যে সাড়া পড়ে যায়। অনেকেই স্পন্দন ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।