Valentine's day
পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে ভিন্নমাত্রিক ভ্যালেন্টাইন্স ডে উদযাপন
Bengal Times News, 14 February 2024
লুতুব আলি, হুগলি : ফেব্রুয়ারি মাস মানেই প্রেম নিবেদনের মাস। হাতে গোলাপ, মনে বসন্তের উষ্ণ ছোঁয়া এসবই একসঙ্গে একাকার হয়ে ভ্যালেন্টাইন ডে পালিত হচ্ছে। টানা এক সপ্তাহ ধরে বিভিন্ন দিনে থাকে রোজ ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে সবশেষে আসে বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে। রাজ্যের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ ভালোবাসার উষ্ণতা একটু অন্যভাবে ভাগ করে উপভোগ করল। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসুর নেতৃত্বে হুগলির মা আশ্রমে গিয়ে কচিকাঁচা ও আশ্রমিকদের মধ্যে অন্যরকম ভাবে ভালোবাসা নিবেদন করলেন। চন্দ্রনাথ বসু বলেন, ১৪ ফেব্রুয়ারি সমগ্র বিশ্বজুড়ে ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। এই পবিত্র দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনদের প্রতি ভালোবাসা নিবেদন করেন। বেশিরভাগ মানুষের মনে ধারণা যে এই দিনটি কেবলমাত্র প্রেমিক-প্রেমিকা ও দম্পতিদের জন্য। এ ধারণা মোটেই ঠিক নয়। যে কেউ এই দিনে তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারেন। যে কেউ হতে পারেন যেমন, পরিবারের সদস্য, বন্ধু, ভাই বোন এবং অন্যান্য অবহেলিত মানুষদেরও। এই ঐতিহ্যপূর্ণ দিনটিতে আমরা হাজির হয়েছিলাম হুগলির মা আশ্রমে। এখানকার আশ্রমিকেরা পরিবারের অন্যদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে থাকেন।
আশ্রমের স্টাফ ও অন্যান্য কর্মকর্তারা তাদের সাধ্যমত তাদেরকে প্রাত্যহিকভাবে ভালোবাসা নিবেদন করে থাকেন। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের পক্ষ থেকে হুগলি ও হাওড়ার সদস্যদের নিয়ে হাজির হয়েছিল এই আশ্রমে। চকলেট ও অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে আশ্রমিকদের অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা নিবেদন করে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সদস্যরা। মা আশ্রমের কর্ণধার কার্তিক দত্ত বনিক ও এখানকার সাংস্কৃতিক সম্পাদিকা তন্দ্রা চ্যাটার্জী জানান, পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ এই আশ্রমে আশায় আবাসিকদের মনে এক অন্য রকমের ভালোবাসার সঞ্চার হয়।