SCROLL

গুজরাটের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু # আইনমন্ত্রী মলয় ঘটকের পরিবর্তে তৃণমূলের লিগ্যাল সেলের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Sales Representative একগুচ্ছ দাবি নিয়ে রাজ্যের সেলস রিপ্রেজেন্টেটিভরা সরব, আলোচনা হবে ৪৯তম রাজ্য সম্মেলনে


 

 Sales Representative 


একগুচ্ছ দাবি নিয়ে রাজ্যের সেলস রিপ্রেজেন্টেটিভরা সরব, আলোচনা হবে ৪৯তম রাজ্য সম্মেলনে 




Jagannath Bhoumick
Bengal Times News, 15 February 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন-এর ৪৯-তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানে। বর্ধমানের লোক সংস্কৃতি মঞ্চে ১৭-১৮ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সংগঠনের তরফে বর্ধমানের একটি অনুষ্ঠান বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন-এর অন্যতম সম্পাদক জয়ন্ত কুমার পাঁজা, রাজ্য কমিটির সহসভাপতি অরুনাভ ধর, ৪৯তম রাজ্য সম্মেলনের কনভেনার পলাশ চক্রবর্তী, সংগঠনের আঞ্চলিক সম্পাদক সোমনাথ বসু। 

সম্পাদক জয়ন্ত কুমার পাঁজা সাংবাদিক সম্মেলনে বলেন, ৪৯তম রাজ্য সম্মেলনে সেলস রিপ্রেজেন্টেটিভদের পেশাগত বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি সার্বিক জনস্বার্থে বিভিন্ন দাবি নিয়ে সম্মেলনে আলোচনা হবে। এই রাজ্য সম্মেলনে 'সেলস প্রমোশন এমপ্লয়ীজ অ্যাক্ট-১৯৭৬'কে অক্ষুণ্ণ এবং শ্রম-কোডগুলি বাতিলের দাবি রাখা হবে। ১৬ ফেব্রুয়ারি সংস্কৃতি লোক মঞ্চের অ্যানেক্স হলে ভ্রাতৃপ্রতিম সংগঠনের সাথে আলোচনা সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। বিষয়: 'শ্রমিক-কৃষক-মেহনতি শ্রেণীর ঐক্য - বঞ্চিত মানুষের বর্ম'। এই আলোচনা সভায় চিকিৎসক, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ইত্যাদি সংগঠন এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।

১৭ ফেব্রুয়ারি প্রায় ২৫০০ জন সেলস রিপ্রেজেন্টেটিভ জাতপাত, ধর্ম, মেকী জাতীয়তাবাদ, মেকী দেশপ্রেম ইত্যাদি বিভাজনী কৌশলের বিরুদ্ধে এবং সব রকমের বৈষম্য অবসানের সমর্থনে শ্লোগান তুলে বর্ধমানের রাস্তায় মিছিলে হাঁটবেন।

রাজ্য সম্মেলনে ওষুধ ও মেডিকেল ডিভাইসের উপর কঠোর দাম-নিয়ন্ত্রণ বিধি আরোপ এবং জিএসটি প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হবে। 'সকলের জন্য স্বাস্থ্য'-কে বাস্তবায়িত করতে জিডিপির অন্ততঃ ৩ শতাংশ খরচ করার দাবিও রাখা হবে কেন্দ্রীয় সরকারের কাছে। 'দক্ষ'-এর পরিবর্তে 'অতি-দক্ষ' শ্রমিকের মর্যাদা সহ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ন্যূনতম মজুরি অবিলম্বে ঘোষণা করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

এদিকে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক অভিজিৎ রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষি ও কৃষক আজ মন্দাক্রান্ত। ম্যনুফ্যাকচারিং শিল্পও উন্নত প্রযুক্তির কারণে পুঁজিনির্ভর, ক্রমশ সঙ্কুচিত। বাড়ছে পরিষেবা শিল্পে যুক্ত শ্রমিকের সংখ্যা। ওষুধ ও ভোগ্যপণ্য শিল্প এর অন্যতম। 'প্রোডাক্ট' বিক্রির সব দায় পরিপূর্ণভাবে চাপিয়ে দেওয়া হয়েছে বিক্রয় প্রতিনিধিদের উপরে। অথচ 'সেলস প্রমোশন এমপ্লয়ীজ অ্যাক্ট' আজ শ্রম কোডের ফেরে বাতিল হয়েছে - সুরক্ষা-সুবিধা সঙ্কুচিত। এঁদের ন্যূনতম মজুরি এবং ওয়ার্কিং রুলস লাগু করা নিয়ে কেন্দ্র ও রাজ্য কোনও সরকারই ঐকান্তিক নয়। ফলে সর্বস্তরের রিপ্রেজেন্টেটিভদের উপর বাড়ছে কাজের চাপ, পাশাপাশি মজুরি বঞ্চনা।

জয়ন্ত বাবু জানান, সামগ্রিক ভাবে বঞ্চনা ও দাবি দাওয়ার বিষয়গুলো নিয়ে এই সম্মেলন থেকেই আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad