পোষ্য কুকুরের কামড়ের জেরে মালিকের বাড়ি ঘিরে বিক্ষোভ ক্ষিপ্ত জনতার
Bengal Times News, 14 February 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : কুকুরের কামড়ের জেরে মালিকের বাড়ি ঘিরে বিক্ষোভ ক্ষিপ্ত জনতার। কুকুর সহ মালিককে উদ্ধার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার নবদ্বীপ থানার পান্থনগরে। আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনার বিবরণে প্রকাশ, বুধবার সকাল ৯টা নাগাদ কানাইনগর পান্থনগরে এক শিশুকে নিয়ে পরিচারিকা অর্চনা দুবে প্রতিবেশী এক শিশুকে নিয়ে অনুপম বিশ্বাস নামে একজনের বাড়িতে কাজে যায়। অভিযোগ ওই বাড়ির পোষ্য কুকুরটি শিশুটিকে কামড়ে দেয়। এই ঘটনায় প্রতিবেশী শুভ্র সাধুখাঁ প্রতিবাদ করতে গেলে তার উপর পোষ্যটিকে লেলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে কুকুরটির মালিকের বাড়ি ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়।
পরিস্থিতি বেসামাল হওয়ার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষিপ্ত জনতাকে শান্ত করে কুকুর সহ মালিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও অনুপম বিশ্বাস এর দাবি কুকুর লেলিয়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়। তাঁর উপর আক্রমণ করায় ক্ষিপ্ত হয়ে তার পোষ্যটি একজনের উপরে ঝাঁপিয়ে পড়ে।