SBI Loan Mela
বাড়ি কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া, রাত পোহালেই বর্ধমান টাউন হল প্রাঙ্গনে মেগা ঋণ মেলা
Bengal Times News, 9 February 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : নতুন বা পুরনো বাড়ি কিনবেন ভাবছেন ? আপনার ভাবনার সুরাহা করতে এগিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া। রাত পোহালেই বর্ধমান টাউন হল প্রাঙ্গনে আয়োজন করছে মেগা ঋণ মেলা। স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার বর্ধমান রিজিওনের ৪৬ টি শাখা এই ঋণ মেলায় মানুষকে পরিষেবা দিতে এগিয়ে আসছে। ৯ ফেব্রুয়ারি এস বি আই এর বর্ধমান রিজিওনাল অফিসের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (RASMECC) অরিজিৎ চন্দ। সাংবাদিক সম্মেলনে ব্যাঙ্কের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার সঞ্জয় কুমার সিং, চিফ ম্যানেজার (ডিপোজিট অ্যান্ড ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর) কঙ্কন চৌধুরী, চিফ ম্যানেজার অভিষেক বোস সহ সুমন চৌধুরী এবং অন্যান্যরা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অরিজিৎ চন্দ জানান, স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার এই ঋণ মেলা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ন'টা থেকে সন্ধ্যা সাড়ে ছ'টা পর্যন্ত চলবে। নতুন গৃহ ঋণ, পুরাতন গৃহ ঋণ, অধিগ্রহণ এর পাশাপাশি গাড়ি কেনার জন্যও ঋণ প্রদানের ব্যবস্থা থাকছে। তাদের আশা এই ঋণ মেলায় অন্ততঃ ৪০০ জনকে পরিষেবা দেওয়া যাবে।
রিজিওনাল ম্যানেজার সঞ্জয় কুমার সিং জানান, এই ঋণ মেলায় গৃহ ঋণ প্রদানের জন্য ১৬ টি স্টল থাকছে। এছাড়া কার লোন এর জন্য ৬ টি স্টলের ব্যবস্থা থাকছে।
চিফ ম্যানেজার (ডিপোজিট অ্যান্ড ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর) কঙ্কন চৌধুরী জানান, এই ঋণ মেলায় বর্ধমান ও কলকাতার উল্লেখযোগ্য ডেভেলপাররাও আসছেন। যারা বাড়ি কিনবেন স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া ঋণ প্রদানের মাধ্যমে তাদের সঙ্গে একটা সেতু বন্ধনের ব্যবস্থা করে দেবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা আরও জানান, আপনার সম্পত্তির দলিল ভারতীয় স্টেট ব্যাঙ্কে সুরক্ষিত রাখুন। আর.বি.আই (RBI) নিয়ম অনুযায়ী দীর্ঘমেয়াদী ন্যূনতম সুদের সুবিধা (সাময়িক লোভনীয় সুদের অফার ব্যাতিরেকে)। ১০০% স্বচ্ছতা, কোনও রকম গোপন খরচ নেই। স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার আর্থিক আনুকুল্যে সুনিশ্চিত সম্পত্তি অর্জন করার সুযোগ পাবেন ঋণ মেলায়। কোলকাতা, দুর্গাপুর ও বর্ধমানের সমস্ত নামী গৃহ নির্মাতার (Builder / Promoter) উপস্থিতিতে এক ছাতার তলায় নিজেদের পছন্দমত গৃহ ক্রয়করার সুবিধা পাওয়া যাবে। এই মেলায় In Principle Sanction Letter দেওয়া হবে। সহজ শর্তে এবং ন্যূনতম সময়ে গাড়ি কেনার জন্য ঋণ পাওয়া যাবে।