পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালিকা, আটক যুবক
Bengal Times News, 9 February 2024
সৈয়দ আবু জাফর, শান্তিপুর : পুলিশের তৎপরতায় ফুলিয়া থেকে উদ্ধার এক নাবালিকা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার নবলা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া থেকে বছর ১৭ এর এক নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আটক করা হয বিক্রম দাস নামক বছর বাইশের এক যুবককে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা যায়, আজ থেকে দিন কয়েক আগে নদীয়ার তেহট্ট থানা এলাকার বাসিন্দা বছর ১৭ -র ওই নাবালিকা ফুলিয়ার দাসপাড়া এলাকার যুবক বিক্রম দাসের বাড়িতে চলে আসে। পরবর্তীকালে যুবক বিক্রম দাসের সঙ্গে নাবালিকার বিয়েও হয়ে যায় বলে স্থানীয়দের দাবি। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ফুলিয়ার দাসপাড়া এলাকায় অভিযানে নামে শান্তিপুর থানার পুলিশ। সেখানে পুলিশের প্রশ্নে সঠিক উত্তর দিতে না পারায় যুবক বিক্রম দাস কে আটকের পাশাপাশি উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। এ বিষয়ে ওই যুবকের মা সুধা দাস জানান, নাবালিকা হলেও মেয়ে নিজের ইচ্ছায় আমাদের বাড়িতে চলে এসেছিল। মেয়ের পরিবারকে জানিয়েই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম ওই নাবালিকার। কিন্তু মেয়ের বয়স ১৭ বছর, তাই পুলিশ হয়তো পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সুধা দেবী বলেন, প্রশাসন যেটা ভালো বুঝবে সেটাই করবে।