সাড়ে চার কুইন্টাল গাঁজা উদ্ধার, আটক লরি, গ্রেপ্তার চালক ও খালাসি
Bengal Times News, 12 February 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : মুকুন্দপুর থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে চার কুইন্টাল গাঁজা। পাশাপাশি আটক করা হয়েছে চালক ও খালাসীকে। ধৃতদের সোমবার কৃষ্ণনগর NDPS আদালতে পেশ করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আলম মন্ডল ও আলামিন মন্ডল। বাড়ি বনগাঁ থানা এলাকায়। সূত্র মারফত খবর পেয়ে রবিবার রাত ৯ টা নাগাদ নবদ্বীপ থানার মুকুন্দপুর এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মধ্য রাতে একটি লরি আটক করে। উদ্ধার হয় প্রায় ৪.৫০ কুইন্টাল গাঁজা। রাতেই গ্রেপ্তার করা হয় চালক ও খালাসীকে। আজ ধৃতদের পেশ করা হয় আদালতে। STF সূত্রের খবর গাঁজা বোঝাই লরিটি উড়িষ্যা থেকে বনগাঁ যাচ্ছিল। জানা যায় গাঁজার মালিক বনগাঁর বাসিন্দা আলী মৃধা ওরফে রাজু। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।