Unnatural death
গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সরকারি হাসপাতালে নার্স, এলাকা জুড়ে চাঞ্চল্য
Bengal Times News, 15 February 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : সরকারি হাসপাতালে নার্স গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নবদ্বীপ থানার বুড়ো শিবতলা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, যুবতীর নাম ব্রততী মন্ডল (৩০)। বাড়ি নবদ্বীপ পৌরসভার ২নং ওয়ার্ডের বুড়োশিবতলায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে আজ আত্মঘাতী হওয়া যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সূত্রের খবর বুধবার সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে, পরে জানতে পেরে পরিবারের অন্যান্য সদস্যরা যুবতিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার মৃতদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে প্রথমে থানায় এরপর দুপুর একটা নাগাদ ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতাল মর্গে পাঠায়। জানা যায়, ওই যুবতী নবদ্বীপ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান সম্ভবত অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছে ওই যুবতী।