Railway Projects
৪১ হাজার কোটি টাকার রেল প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Bengal Times News, 26 February 2024
জগন্নাথ ভৌমিক, ব্যান্ডেল : আধুনিক ও দ্রুত রেল পরিষেবা দিতে অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্গত ৫৫৪ টি রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ এবং ১৫০০টি রোড ওভার ব্রিজ, আন্ডারপাস-এর শিলান্যাস ও উদ্বোধনের মাধ্যমে জাতির উদ্দেশে উৎসর্গ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কাজের জন্য ৪১ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে রেল মন্ত্রক থেকে জানানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে পূর্ব রেলের শিয়ালদহ, হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনের ৪৫টি রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ প্রকল্প রয়েছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সব প্রকল্পের ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে শিলান্যাস ও উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল, যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় রেল, কয়লা এবং খনি মন্ত্রী রাওসাহেব পাটিল দানবে, কেন্দ্রীয় রেল এবং টেকস্টাইলস রাজ্য মন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ।
অমৃত ভারত স্টেশন স্কিমে পশ্চিমবঙ্গে ব্যান্ডেল জংশন, শিলিগুড়ি জংশন, পাঁশকুড়া জংশন, পুরুলিয়া জংশন, পানাগড়, দমদম, চন্দননগর, উলুবেড়িয়া, বারাসাত, সুইসা, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, বালুরঘাট, মেচেদা, কালিদা, আদ্রা, হলদিয়া, ডানকুনি, কল্যাণী, ধুলিয়ান গঙ্গা, গেদে প্রভৃতি ৪৫টি স্টেশনের পুনর্বিকাশ এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই পর্যায়ে পূর্ব রেলের ব্যান্ডেল স্টেশনে রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরং সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, পূর্ব রেলওয়ের মহাব্যবস্থাপক মিলিন্দ কে দেউসকর প্রমুখ, পানাগড় স্টেশনে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস অহলুয়ালিয়া, বিধায়ক লক্ষন ঘড়ুই সহ অন্যান্যরা।
জানা গেছে, স্টেশনগুলিকে সিটি সেন্টারের মতো করে পুনরুন্নয়ন করা হবে, যেখানে থাকবে রুফ প্লাজা, শপিং জোন, ফুড কোর্ট, শিশুদের খেলার জায়গার মতো বেশ কিছু সুযোগ-সুবিধা। পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা, মাল্টি-লেভেল পার্কিং, লিফ্ট, এফালেটর, ট্রাভেলেটর, এক্সিকিউটিভ লাউঞ্জ, ওয়েটিং এরিয়া, দিব্যাঙ্গজন-সহায়ক সুযোগ-সুবিধা। মাল্টিমোডাল কানেক্টিভিটি সহযোগে পুনর্বিকশিত স্টেশন হয়ে উঠবে সেই অঞ্চলের আর্থ-সামাজিক প্রগতির কেন্দ্রস্থল।