District handicrafts fair
জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার মেলা শুরু হয়েছে বর্ধমানের উৎসব ময়দানে
Bengal Times News, 27 February 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার মেলা শুরু হয়েছে বর্ধমানের শাঁখারী পুকুর উৎসব ময়দানে। মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।
পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট, মাঝারী উদ্যোগ ও বস্ত্র দপ্তরের সহায়তায় ও পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ-সভাধিপতি গার্গী নাহা, জেলা শাসক বিধান রায়, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিডিএ'র চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার চন্দন পাল সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা এবং অন্যান্যরা। রাজ্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অতিথিরা মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী মধুমিতা পিরি।
প্রতি বছর উৎসব ময়দানে "রাজ্য হস্তশিল্প মেলা" অনুষ্ঠিত হয়ে থাকে। এবার জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৯০টি স্টলের মধ্যে রয়েছেন - প্রায় ২০০ জন হস্তশিল্পী ২০ জন তাঁত শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রয়েছেন। জেলা প্রশাসনের তরফ থেকে সকল শ্রেণীর মানুষকে এই মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। মেলায় কোনও প্রবেশ মূল্য নেই। এই মেলায় নিপুন কাঁথাস্টিচ, ডোকরা শিল্প, শোলাশিল্প, গয়না, কাঠ খোদাই ও অভিনব বস্ত্র শিল্পের সম্ভারে সেজে উঠেছে "জেলা হস্তশিল্প তাঁত ও স্বরোজগার মেলা-২৪"। মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত।



