SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

First Tollywood Flim বিধবা পাচারের উপর ভারতে প্রথম বাংলা সিনেমা 'সাদা রঙের পৃথিবী' শুরুতেই সকলের মন জয় করে নিল


 

 First Tollywood Flim 


বিধবা পাচারের উপর ভারতে প্রথম বাংলা সিনেমা 'সাদা রঙের পৃথিবী' শুরুতেই সকলের মন জয় করে নিল




Jagannath Bhoumick
Bengal Times News, 24 February 2024

জগন্নাথ ভৌমিক, কলকাতা : রাজর্ষি দে-র সাদা রঙের পৃথিবী ভারতে বিধবা পাচারের উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র। ছবিটি থ্রিলার গল্পের মাধ্যমে একটি অনন্য উপায়ে কাশীকে উপস্থাপন করছে, যা এখনও ভারতের অনেক বিধবাদের একটি নির্বাচিত আবাসস্থল। ২৩ ফেব্রুয়ারি কলকাতার আইনক্স সাউথ সিটি মলে ফিল্মটির অফিসিয়াল গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ, যুব বিষয়ক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক দেবাশীষ কুমার সহ ছবির কাস্ট এবং কলাকুশলীরা। বিধবা পাচারের উপর এটিই ভারতে প্রথম চলচ্চিত্র, যা এখন পর্যন্ত অন্য কোনো ভাষায় করা হয়নি।

এটি বারাণসীর বিধবাদের বর্ণহীন জগতকে অন্বেষণ করে যাদের জীবন তাদের সাদা শাড়ির মতো ব্লিচ হয়ে গেছে। কিন্তু আদিম বহিঃপ্রকাশ লুকিয়ে আছে অপরাধী মাস্টারমাইন্ডদের ছলনার মধ্যে। যারা তাদের এই কুমতলব লুকিয়ে রেখে এই হতভাগ্য নারীদের শোষণ করতে বেরিয়েছে। ছবিটি অন্য দিকে মোড় নেয় যখন একজন তরুণ পুলিশ অফিসার আশ্রয়কেন্দ্রের তদন্ত করতে আসে কিন্তু সত্য উদঘাটনের জন্য সে আশ্রয়ের একজন বন্দী হিসাবে নিজে ছদ্মবেশ ধারণ করেন। এই সময় তিনি অদ্ভুত বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন যার সম্পর্কে তিনি আগে থেকে কিছুই জানতেন না। তিনি কি রাজনৈতিক চাপ এবং অন্যান্য হুমকি কাটিয়ে উঠতে সক্ষম হবেন লুকিয়ে থাকা মন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য?

আদর্শ টেলিমিডিয়া এবং অমিত আগরওয়াল দ্বারা উপস্থাপিত এবং সুশান্ত সেনগুপ্ত, শ্রাবনী পাল, রাজর্ষি দে প্রযোজিত এই ছবিতে বাংলার ১৯ জন প্রথম সারির অভিনেতা অভিনেত্রী রয়েছেন। গল্পটি বিধবাদের দুর্দশা, তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং তাদের একটি বিধিনিষেধমূলক জীবনধারায় আবদ্ধ করে এমন বহু পুরনো প্রথা তুলে ধরবে।

এই ছবিতে তারকা কাস্ট এবং কলাকুশলীদের মধ্যে রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী, সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়, স্নেহা চ্যাটার্জী, মল্লিকা ব্যানার্জী, দেবলীনা কুমার, অনন্যা ব্যানার্জী, রিচা শর্মা, সোহিনী গুহরায়, দেবশ্রী গাঙ্গুলী, ঐন্দিলা বোস, অরুনাভ দে রয়, ঈশান মজুমদার, মোনালিসা ব্যানার্জী, অনুরাধা চৌধুরী। অতিথি হিসেবে রয়েছেন শুভ্রজিৎ মিত্র। সংগীতায়োজন করেছেন আশু চক্রবর্তী। ছবিটি ২৩ ফেব্রুয়ারি, ২০২৪-এ আন্তর্জাতিকস্তরে সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad