Classical Music Festival
দুর্গাপুরে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল আয়োজন ঘিরে উদ্দীপনা
Bengal Times News, 6 February 2024
লুতুব আলি, দুর্গাপুর : দুর্গাপুরে শুরু হচ্ছে দুর্গাপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। ৬ ফেব্রুয়ারি দুর্গাপুর মহকুমা শাসকের চেম্বারে এক সাংবাদিক সম্মেলনে দুর্গাপুরের এস ডি ও ডঃ সৌরভ চ্যাটার্জী এবং পশ্চিম বর্ধমানের জেলা ও তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান জানান, আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি দুর্গাপুর সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুর ক্লাসিকাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত অ্যাকাডেমী ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং দুর্গাপুর পৌর নিগমের সহযোগিতায় এই ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল হচ্ছে। শিল্পাঞ্চলে আন্তর্জাতিক মানের শাস্ত্রীয় সংগীত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান হওয়ায় ব্যাপক সাড়া পড়েছে। রাজ্যের তিনটি জেলায় এই মিউজিকাল ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে। শিলিগুড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং বাঁকুড়া। দুর্গাপুরের মহকুমা শাসক জানান, দেশের প্রতিথযশা শাস্ত্রীয় সংগীত শিল্পীদের সমন্বয়ে সৃজনী প্রেক্ষাগৃহে এক ঐতিহাসিক শাস্ত্রীয় সংগীত সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। শিল্পাঞ্চলের মানুষ ও সংগীত প্রেমীদের সৃজনী প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানান। পশ্চিম বর্ধমানের জেলা ও তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান এই প্রতিবেদককে জানান, দুদিনের এই ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালকে ঘিরে দুর্গাপুরে ব্যাপক উদ্দীপনার সঞ্চার হয়েছে। এই মিউজিক ফেস্টিভ্যালে প্রবেশ অবাধ। আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে ক্লাসিকাল মিউজিক ফেস্টিভালের শুভ উদ্বোধন হবে। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠানে থাকছে পন্ডিত কুশল দাসের সেতার, তবলায় থাকবেন পন্ডিত পরিমল চক্রবর্তী, বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী মৌপালী চৌধুরী, তবলায় থাকবেন সৌমিত্রজিৎ চ্যাটার্জী, হারমোনিয়ামে অর্পণ ভট্টাচার্য। ১১ ফেব্রুয়ারীর আকর্ষণ পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত তন্ময় বোস, সঞ্জয় ব্যানার্জীর কন্ঠ, অভিষেক চ্যাটার্জীর তবলা, হারমোনিয়ামে অনির্বাণ চক্রবর্তী।