Bus stand
নবদ্বীপ বাস স্ট্যান্ডকে নব রূপে সাজিয়ে তুলতে মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি শিলান্যাস
Bengal Times News, 7 February 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : নদীয়া জেলার নবদ্বীপ বাস স্ট্যান্ডকে নব রূপে সাজিয়ে তুলতে হাওড়া থেকে ভার্চুয়ালি ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌরসভার পক্ষ থেকে নবদ্বীপ বাস স্ট্যান্ডকে সংস্কারের জন্য আবেদন করা হয়েছিল রাজ্য সরকারের কাছে। পৌরসভার আবেদনকে মঞ্জুর করে বরাদ্দ করা হয় ২ কোটি ৬৭ লক্ষ টাকা। বুধবার বিকেলে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ, নবদ্বীপের পৌর প্রধান বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু রানী ঘোষ, সহ-সভাপতি তাপস ঘোষ , নবদ্বীপের বিডিও মনিশ নন্দী, নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের কাউন্সিলর, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়াও ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। সেখানে বুধবার বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ হাওড়ার সাঁতরাগাছি থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভার্চুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি একযোগে নবদ্বীপ বাসস্ট্যান্ডেরও নবরূপে নব সাজে সাজিয়ে তুলতে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপ পৌরসভার পৌর প্রধান বিমান কৃষ্ণ সাহা জানান, খুব শীঘ্রই প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। তিনি জানান প্রথম পর্যায়ের জন্য দু কোটি ৬৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।