ডিউ ড্রপ একাডেমির সপ্তম বর্ষ উদযাপন
Bengal Times News, 8 February 2024
লুতুব আলি, হাওড়া : হাওড়ার জগৎবল্লভপুরে ডিউ ড্রপ একাডেমীর শিক্ষা শিবির। হাওড়ার জগৎবল্লভপুরে অনুষ্ঠিত হল শিক্ষা শিবির। ডিউ ড্রপ একাডেমির সপ্তম বর্ষ উদযাপন উপলক্ষে এই শিক্ষা শিবিরের আয়োজন। জগৎবল্লভপুরের নলদা গ্রামে এই বিদ্যালয়টি অবস্থিত। শিক্ষা প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান জুড়ে এলাকার মানুষ অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনার সঞ্চার হয়। প্রতিবেশী গ্রাম গুলো থেকে শত শত মানুষ ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নলদা গ্রামে সাতান্ন বছর আগে তিনটি প্রাথমিক বিদ্যালয় অনুমোদন হয়েছিল। ২০১৭ সালে ১লা জানুয়ারি নলদা গ্রামে আরেকটি বাংলা ও ইংলিশ মিডিয়াম বিদ্যালয় গড়ে ওঠে। এই বিদ্যালয়ের নাম সমগ্র ব্লক জুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার গুণগত মানে। এই বিদ্যালয়ে আগামী প্রজন্মের কাছে আশার আলো জুগিয়ে চলেছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমন্ত্রিত বক্তাদের বক্তব্যে উঠে আসে এই বিদ্যালয়ের ইতিবাচক, গঠনমূলক আলোচনা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবিরুল ইসলাম বলেন, আর্থিক অভাবে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারিনি। সেই যন্ত্রণা, সেই কষ্ট আমাকে এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। অপেক্ষাকৃত কম আর্থিক সহায়তায় সাধারণ পরিবারের ছেলে মেয়েরা এখানে পড়ার সুযোগ সহজেই নিতে পারে। উদ্বোধনী বক্তব্য রাখেন ভূতপূর্ব অধ্যক্ষ শক্তিপদ গাঙ্গুলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ কাদের মিদ্দা, এলাকার প্রবীণ শিক্ষক অরুনাভ চক্রবর্তী, হাফিজুল মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট শিশু সাহিত্যিক আব্দুল করিমের নির্বাচিত শিশু ছড়া কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এটি কোভিদ নবম কাব্যগ্রন্থ হিসেবে উন্মোচিত হয়। আব্দুল করিম বলেন, আজ পর্যন্ত পৃথিবীতে ১৮ টি সভ্যতা এসেছে। গ্রিক সভ্যতা তার মধ্যে সবথেকে উন্নত সভ্যতা। এই উন্নত সভ্যতার প্রতিষ্ঠা করেছিলেন শহরের একদল মানুষ তা করেছিলেন আশা দিয়ে, স্বপ্ন দিয়ে, প্রেরণা দিয়ে আজ এই এলাকায় ডিউ ড্রপ একাডেমী এরকমই এক স্বপ্ন নিয়ে মানুষের কাছে, মানুষের কাজে এগিয়ে চলেছে। শিশুদের শরীর চর্চা, নাচ, গান, আবৃত্তি পরিবেশন ছিল চোখে পড়ার মতো। হৃদয় জোড়া নাটক কাবলিওয়ালা সকল দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। শিক্ষক শিক্ষিকাদের মিলিত প্রয়াসে শিক্ষামূলক শ্রুতি নাটক অনুষ্ঠানে আলাদা মাত্রা আনে। নলদা গ্রামে এমনই এক বিদ্যালয় গড়ে উঠবে শিশুদের জন্য, যা শিক্ষা স্বপ্ন অভিভাবকদের রসদ যোগাবে। আগামী দিনে এই বিদ্যালয়ের উচ্চ শিক্ষাদানের আরও সাহস যোগাবে এই আশা এলাকার মানুষের মনে। পুকুরপাড়ে, জলের ধারে আনন্দদায়ক শিক্ষা প্রসারে এই বিদ্যালয়টি বৈচিত্রে একাকার হয়ে নিরলসভাবে শিক্ষাদান করায় প্রশংসিত হয়। অনুষ্ঠানের শেষে বার্ষিক পুরস্কার প্রদান করা হয়। এ দিনের সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সবদার আমেদ মিদ্দা।