গুসকরা উৎসবে কামদুঘা পত্রিকার সাহিত্য সভায় গীতিকার রতন কাহার, কবি অরুণ চক্রবর্তী সহ নক্ষত্র সমাবেশ
Bengal Times News, 14 February 2024
অভিরূপ আচার্য, গুসকরা : রটন্তী কালী পুজো ও গুসকরা উৎসব প্রতি বছর মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এই উৎসবে কামদুঘা পত্রিকার সাহিত্য সভায় কবি সাহিত্যিক সাংবাদিক ও গুনীজন সমাবেশে চাঁদের হাট বসে। গুসকরা রটন্তী কালী পুজো ও গুসকরা উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা চলছে। উৎসব মঞ্চে প্রতি বছরের মতো এবারও কামদুঘা পত্রিকার সাহিত্য সভায় নক্ষত্র সমাবেশে ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের পদ্মশ্রী পুরস্কার প্রাপক গীতিকার রতন কাহার। তাঁর বিখ্যাত গান বড়ো লোকের বিটীলো লম্বা লম্বা চুল সহ কয়েকটি লোকো গান পরিবেশন করেন তিনি। কামদুঘা পত্রিকার পক্ষ থেকে তাঁকে সাধক কবি কমলা কান্ত সম্মান দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন 'লাল পাহাড়ীর দেশে যা রাঙা মাটির দেশে...' গীতিকার কবি অরুণ কুমার চক্রবর্তী। তাঁকে সাধক কবি জ্ঞানদাস সম্মানে ভূষিত হয়। এছাড়া বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার, ডঃ রমজান আলী, ডঃ কৃষ্ণেন্দু দে, ডঃ সর্বজিত যশ, শিবশঙ্কর বক্সী সহ চব্বিশ জন কবি সাহিত্যিক সাংবাদিক সমাজসেবীকে সংবর্ধনা জানানো হয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার। অনুষ্ঠানে আগত সকল গুনীজন সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন গুসকরা পৌরসভার পৌরপতি কুশল মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে কামদুঘা পত্রিকার ৩৮তম বার্ষিক সংখ্যা প্রকাশ ও ভালোবাসা বারান্দায় উপন্যাস প্রকাশিত হয়। স্মারক মানপত্র ও ফুল ফলের বৃক্ষ শিশু উপহার দেওয়া হয়। সঙ্গীত পরিবেশন করেন তৃপ্তি চট্টোপাধ্যায়, নারায়ন কর্মকার সহ অনেকে । কলকাতা থেকে থেকে দুলাল সুর, অশোক কুমার চক্রবর্তী, অনুরাধা চক্রবর্তী, সৌমাল্য মৈত্র, রাজু মালিক, সেখ সরফা রাজ। আরামবাগ থেকে এসে ছিলেন প্রবীণ কবি তপন কান্তি মুখার্জী খানাকুল থেকে সন্দীপ মান্না ও বিশ্বনাথ কুন্ডু, দুর্গাপুর আসানসোল থেকে বিল্বমঙ্গল সেন, অচিন্ত্য মন্ডল, নীতাকবি মুখার্জী, কনক চন্দ্র হালদার, অরুণ চন্দ্র, প্রদীপ কুমার রাহা, নিত্যানন্দ বিশ্বাস সহ আরও অনেক কবি সাহিত্যিক।
কটোয়া থেকে অলোক দত্ত, তারাপদ বন্দোপাধ্যায়, ভগ বাহাদুর সিং আরো অনেকে। বোলপুর শান্তিনিকেতন থেকে প্রদীপ কবিরাজ, মানস কুমার বন্দোপাধ্যায়, বিনয় হাজরা, লক্ষীকান্ত কর, অশোক কুমার দাস, সাবিত্রী পারুই গোরা চাঁদ সেনগুপ্ত, সঞ্জয় মুখোপাধ্যায়, রামপুরহাট, সাঁইথিয়া, নানুর, কীর্নাহার থেকে চাঁদ রায়, তাপস চট্টরাজ, দেবাশীষ পাল, তরুন কান্তি ঘোষ সহ আরো অনেকে।
বর্ধমান থেকে বিশিষ্ট বাচিক শিল্পী শ্যমাপ্রসাদ চৌধুরী, সেখ জাহাঙ্গীর, সৌম পাল, সাংবাদিক বৈদ্যনাথ কোঙার, অভিজিৎ ঘোষ, প্রদীপ মুখোপাধ্যায় জ্যোতিপ্রকাশ মুখার্জী ও সফিকুল ইসলাম সহ অনেকে। অভিজিৎ চক্রবর্তী, অভিজিৎ মুখার্জী, হেমন্ত ভট্টাচার্য, অলোক ব্যানার্জী সুদীপ চ্যাটার্জী, রুদ্রানী চ্যাটার্জী, সন্তোষ ঘোষ, জাহ্নবী মন্ডল, বাসুদেব কর্মকার, অবনী শংকর চ্যাটার্জী, আশিস দাশ, সুজিত মাঝি, মৈত্রেয়ী ব্যানার্জী, পরেশ পান, আলেয়া খাতুন লীলাবতী বিশ্বাস, রাজু মালিক, শুভাশীষ মল্লিক, অর্পিতা পাল। নিমাই চন্দ্র ঘোষ, লক্ষন দাস ঠাকুরা, অসীমা শীল, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ নবীন ও মহিলা কবি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সুব্রত শ্যাম, সেখ সানোয়ার হোসেন ও সেখ জাহাঙ্গীর ।
অনুষ্ঠানে শেষে কামদুঘা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দোপাধ্যায় আগত কবি সাহিত্যিক সাংবাদিক সমাজসেবী ও গুনীজন অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের উপস্থিতি পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভার আয়োজনে প্রেরণা পাই। আপনাদের সহযোগিতা ভালোবাসা উৎসাহে আগামী দিনে বার বার সাহিত্য সভার আয়োজন করার এবং আরও এগিয়ে যাবার পাথেয় হিসেবে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি জানান শীতে ঝিম ঝিম বৃষ্টি উপেক্ষা করেও একশো সাতাশি জন কবি সাহিত্যিক সাংবাদিক সমাজসেবী উপস্থিত ছিলেন। প্রত্যেকের হাতে স্মারক মানপত্র, পুষ্পস্তবক ও ফলের বৃক্ষ শিশু উপহার দেওয়া হয়। এবং সকলকে মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত করা হয়।