An art exhibition of naked bodies
পৃথিবীতে সর্ব প্রথম জীবন্ত তিলোত্তমা সুন্দরীর নগ্ন দেহকে নিয়ে চিত্র প্রদর্শনী
লুতুব আলি, কলকাতা : ভারত তো বটেই পৃথিবীতে এই সর্ব প্রথম জীবন্ত তিলোত্তমা সুন্দরীর নগ্ন দেহকে নিয়ে চিত্র প্রদর্শনী হল। কলকাতা নিউটাউনের নজরুল তীর্থে দুদিনের এই চিত্র প্রদর্শনী.. দি শেডস অফ ন্যুড অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব। তিলোত্তমা কলকাতা শর্মিষ্ঠা রায় চৌধুরী এই প্রদর্শনীর প্রধান মুখ ছিলেন।
বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের কর্ণধার অধ্যাপক ড. সুরত চক্রবর্তী এই প্রদর্শনীর শুভ সূচনা পূর্বে স্বাগত ভাষণ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃথিবী বিখ্যাত স্ক্যালপাচারিস্ট রাম কুমার মান্না, বিশিষ্ট সংগীত শিল্পী সুরজিৎ চ্যাটার্জী, ইমেজ ক্রাফটের সভাপতি শংকর দাস, পন্ডিত মোল্লার ঘোষ, পন্ডিত সুভাষ সিংহ, পরিচালক আর ডি নাথ, রাশিয়া থেকে আগত বিমান ভট্টাচার্য, চিত্রশিল্পী ও বিজ্ঞাপন ডিজাইনার দীপঙ্কর সমাদ্দার প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, বাটানগর এর ভূমিকন্যা শর্মিষ্ঠা রায় চৌধুরী ২০২২ সালে কলকাতা তিলোত্তমা হন।
শর্মিষ্ঠা রায়চৌধুরী প্রধানত অস্ট্রেলিয়া ও ইতালিতে মডেলিং করেন। অধ্যাপক ডঃ সুরথ চক্রবর্তী কলকাতার চিত্র প্রদর্শনীর ডাকে সাড়া দিয়ে তিনি ছুটে আসেন। এই চিত্র প্রদর্শনীতে ভারত সহ সমগ্র পৃথিবীর বিখ্যাত ৩০ জন চিত্রশিল্পীর সামনে নগ্ন হয়ে শর্মিষ্ঠা রায় চৌধুরী ছবি আঁকান। তাঁর নগ্ন দেহের কেউ ফটোগ্রাফি করেন আবার কেউ পেইন্টিং করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য রামকুমার মান্না শর্মিষ্ঠা রায়চৌধুরীর ছয় ফুটের দীর্ঘ একটি মূর্তি তৈরি করেন। প্রদর্শনীতে শর্মিষ্ঠা রায়চৌধুরীর ৯৬ টি পেইন্টিং, ফটোগ্রাফি, স্কাল্পচার করা হয়েছে।
প্রাচীনকাল থেকেই বিভিন্ন শৈল্পিক স্থাপত্য ও মন্দিরের গায়ে আদিম মানুষের শৈল্পিক সৌন্দর্য শিল্পীরা কখনো এঁকেছেন। কখনো পাথর, প্রাকৃতিক সরঞ্জাম দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হতো নারীদের নগ্ন দেহ। শিল্পী মহলে নারী পুরুষের দৈহিক সৌন্দর্যের ভাবনা এখনো ভাবিয়ে তুললেও আমাদের সমাজে তেমনভাবে ভাবায় না। এখনো সমাজে নারী পুরুষের দেহের শৈল্পিক সৌন্দর্যকে লজ্জার মোড়কে ঢেকে রাখা হয় বলে বিশেষজ্ঞদের অভিমত। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের কর্ণধার ডঃ সুরোজ চক্রবর্তী বলেন, এই অভিনব প্রদর্শনীতে ব্যাপক সাড়া মিলেছে। শর্মিষ্ঠা রায় চৌধুরী বিনা পারিশ্রমিকে এই প্রদর্শনীতে যোগদান করেছেন। বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ছবি কিনেছেন। এখানকার ছবি রাশিয়াতেও বিক্রি হয়। মূলত যাঁকে ঘিরে এই প্রদর্শনী তিলোত্তমা কলকাতা শর্মিষ্ঠা রায়চৌধুরী এই প্রতিবেদককে বলেন, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নুড নিয়ে পড়ানো হয়। পড়া শেষে নুড নিয়ে ছবি করতে গেলেই হইচই পড়ে যায়। আমি এই মিথ্যা মিথকে ভাঙতে একপ্রকার দুঃসাহসিকতার কাজ করলাম।
ভারত তথা পৃথিবী বিখ্যাত শিল্পীদের সামনে আমি নগ্ন হয়ে ছবি দিয়েছি। যাতে পরবর্তীকালে আমার এই ইতিবাচক পদক্ষেপকে অনুসরণ করে এক দিগন্ত উন্মোচিত হবে বলে আমি আশা রাখি। এইরকম ছবি দিতে গেলে পজিটিভ ও নেগেটিভ দুটি বিষয় সামনে আসে। এই চিত্র প্রদর্শনীতে আমি নগ্ন ছবি দিয়ে পজিটিভ ভাবে ব্যাপক সাড়া পেয়েছি। বিশিষ্ট সংগীত শিল্পী সুরজিৎ চ্যাটার্জী জানান, এই প্রদর্শনী শুধু ভারত নয় সমগ্র পৃথিবীকে পথ দেখাবে।