ক্রীড়া প্রতিযোগিতা ও বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ
লুতুব আলি, হাওড়া : হাওড়া জগৎবল্লভপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ। হাওড়ার জগৎবল্লভপুরের নলদা ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল গোল্ডেন ক্যাটারার ফর গুড কাপ পাওয়ার বল প্রতিযোগিতা ও বিনামূল্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে নলদা এলাকায় ব্যাপক উদ্দীপনার সঞ্চার হয়। নলদা নতুন মসজিদতলা প্রাঙ্গণে ক্রীড়া প্রেমী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
১৬ টি টিম নিয়ে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরের বিশিষ্ট ক্লাবগুলি অংশ গ্রহণ করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলগুস্তিইয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ নিজামুদ্দিন, জেলা পরিষদ সদস্যা শর্মিষ্ঠা মন্ডল, বিশিষ্ট শিশু সাহিত্যিক আব্দুল করিম প্রমুখ। উদ্বোধনী ভাষণে আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট শিশু সাহিত্যিক আব্দুল করিম এর বক্তব্যে উঠে আসে বর্তমান সমাজের যুব সম্প্রদায় যখন মোবাইল ফোনে আসক্ত ঠিক এমন এক মুহূর্তে ইসমাইল, সিদ্দিক, শামীম, সিউর ও তাদের সহযোগিরা এত বড় এক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এলাকার ক্রীড়া প্রেমী মানুষ প্রায় দুই হাজারের মতো দর্শকশ্রোতা ও এলাকার মানুষ মাঠের চারদিকে বসে খেলা উপভোগ করছেন, বহুদিন বাদে এমন এক শীতের রাতে এক মুহূর্ত সাক্ষ্য বহন করলো নলদা গ্রাম।
সকল ক্রীড়া প্রেমীদের উৎসাহিত করেন সকলকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ হয়ে ওঠার জন্য পাড়ায় আহ্বান জানান। আগামী প্রজন্মদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে তিনি মননশীল আলোচনা করেন। খেলার মাঠে কবিতা ও দেশপ্রেমের কথা উঠে আসে। স্মরণ করা হয় স্বাধীনতা সংগ্রাম ও শহীদ বীরদের। খেলা শুরুর আগে স্থানীয় বিদ্যালয়ে ডিও ড্রপ একাডেমির ছাত্র-ছাত্রীরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে নৃত্য ও যোগাসন পরিবেশন করে সম্পাদক জাবেদ, সভাপতি আজহার সহ বাপনের নেতৃত্বে নলদা ফাইভ স্টার ক্লাব মানুষের কাছে, মানুষের পাশে সদা জাগ্রত থেকে নিরন্তর ভাবে কাজ করে চলেছে। এই ক্লাব সম্পর্কে উপস্থিত সকলেই প্রশংসা করেন। খেলা পরিচালনা করেন নিত্যানন্দ মণ্ডল সহ অন্যান্যরা।