Big surprise in Saraswati Puja
সরস্বতী পুজোয় বিরাট চমক দিচ্ছে কলিগ্রামের বিদ্যুৎ সংঘ
Bengal Times News, 13 February 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাত পোহালেই সরস্বতী পুজো। বিগত বছরের মতো এবারও বিরাট চমক দিচ্ছে বর্ধমান ১ ব্লকের কলিগ্রাম হাটতলা বিদ্যুৎ সংঘ। সরস্বতী পুজোয় তাদের প্রতিমার উচ্চতা ৩৯ ফুট। পূর্ব বর্ধমান জেলার মধ্যে বেশ বড়সড় আয়োজনে অনুষ্ঠিত হবে বিদ্যুৎ সংঘের সরস্বতী পুজো। আর এই পুজো ঘিরে এলাকায় সাজসাজ রব। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই পুজো সেজে উঠছে।
কলিগ্রাম হাটতলা বিদ্যুৎ সংঘের সঞ্জয় সাউ জানিয়েছেন, তাদের ক্লাবের পুজো এবছর সপ্তম বর্ষে পদার্পণ করছে। একটি গাছ একটি প্রাণ, সবুজায়নের এই বার্তা দিয়ে আয়োজিত হচ্ছে সরস্বতী পুজো। ঐতিহ্যবাহী ৩৯ ফুটের সরস্বতী প্রতিমা পুজো মন্ডপের বিশেষ আকর্ষণ। পুজো উপলক্ষে কলিগ্রাম হাটতলা নেতাজী ময়দানে পাঁচ দিন ব্যাপী বসেছে গ্রামীণ মেলা।
এছাড়া সরস্বতী পুজোকে সামনে রেখে নানা সাংস্কৃতিক কার্যক্রম থাকছে। ১৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় পুজো পরিক্রমা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ। বিকেল ৪ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আকর্ষণীয় গ্রুপ ড্যান্স। ১৫ ফেব্রুয়ারি রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ ফেব্রুয়ারি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সন্ধ্যায় কলকাতা খ্যাত রোমাঞ্চকর ম্যাজিক শো। ১৭ ফেব্রুয়ারি মজাদার খেলা ও পুরস্কার বিতরণ। সন্ধ্যায় কলকাতার জনপ্রিয় শিল্পী সমন্বয়ে অর্কেস্ট্রা। ১৮ ফেব্রুয়ারি আতজ বাজি প্রদর্শনী এবং রাতে প্রতিমা নিরঞ্জন। সব মিলিয়ে কলিগ্রাম হাটতলা বিদ্যুৎ সংঘের সরস্বতী এবার বেশ জমজমাট।