Youth and Food Festival তারকা সমাবেশে বাহারে আহারে জমে উঠবে নীলপুর যুব উৎসব ২০২৪
Bengal Times News, 8 January 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শহর বর্ধমানের আকর্ষণীয় উৎসব নীলপুর যুব উৎসব ও ‘আহারে বাহারে খাদ্য মেলা’ এবছর দ্বিতীয় বর্ষে পদার্পন করছে। সোমবার উৎসবের সামগ্রিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর হীরণ মন্ডল, শিশির সাথী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তথা উৎসব কমিটির সদস্য প্রদীপ হাজরা প্রমুখ। উৎসবের অন্যতম উদ্যোক্তা ও সভাপতি রাসবিহারী হালদার জানান, ১০ জানুয়ারি ছোটনীলপুর জাগরণী সংঘের ফুটবল ময়দানে এই উৎসবের উদ্বোধন হবে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই উৎসবের অঙ্গ হিসেবে সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন, নৃত্য, তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই বছর নীলপুর যুব উৎসব কে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, একঝাঁক শিল্পী, অভিনেত্রীর সমাগমের সাথেই মেলা মাঠে থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তের নানান সুস্বাদু খাবার স্টল।
১০ জানুয়ারি বিকেল ৫ টায় নীলপুর যুব উৎসব ও ‘আহারে বাহারে খাদ্য মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী সোহিনী সরকার ও সায়নী ঘোষ। এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, সিদিকুল্লাহ চৌধুরী, স্বপন দেবনাথ সহ জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং অন্যান্যরা।
১০ জানুয়ারি রাত আটটায় মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন মীর সঙ্গে ব্যান্ডেজ। ১১জানুয়ারি উৎসবের মঞ্চে সংগীত পরিবেশন করবেন শিল্পী আবির বিশ্বাস। রাত ৮টায় উৎসবের মঞ্চে হাজির হবেন অভিনেত্রী নুসরাত জাহান। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটি যুব দিবস হিসেবে পালনের সঙ্গে স্বামীজীর উপর আলোচনা সভা হবে। সঙ্গীত শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন রাহুল দত্ত এবং রাত ৮টায় মঞ্চে উপস্থিত হবেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী শীলাজিৎ। ১৩ জানুয়ারি উৎসবের মঞ্চ আলোকিত করতে আসছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী।
১৪ জানুয়ারি উৎসবের শেষ দিনে মঞ্চ মাতাতে আসছেন একঝাঁক তারকা। এদিন সন্ধ্যা থেকেই মঞ্চে একের পর এক উপস্থিত হবেন বাংলা সিরিয়ালের নামকরা সব অভিনেত্রীরা। সন্ধ্যা ৬ টায় মঞ্চে উঠবেন ‘অনুরাগের ছোঁয়ায়’ সিরিয়ালের দীপা চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ ও পঞ্চমী সিরিয়ালের - পঞ্চমী : সুস্মিতা দে। এরপরই মঞ্চে আসবেন ‘আলতা ফড়িং’ – এর মিলি : খেয়ালী মন্ডল ও ‘ইচ্ছে পুতুল’ এর মেঘ : তিতিক্ষা দাস। মঞ্চে আসবেন জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী ‘ র – জগদ্ধাত্রী : অঙ্কিতা মল্লিক। ‘ওগো নিরুপমা ‘সিরিয়ালের চরিত্র উর্মী : সৌমি ঘোষ। উৎসব কমিটির সভাপতি রাসবিহারী হালদার বর্ধমানবাসীর সকলকে উৎসবে আনন্দ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।