Education awareness
শিক্ষা সচেতনতা শিবির ও গুণীজন সংবর্ধনা
Bengal Times News, 9 January 2024
লুতুব আলি, মুকুন্দপুর : উত্তর ২৪ পরগনার বাসুদেবপুরের কাশিবাটি গ্রামে অনুষ্ঠিত হলো মুকুন্দপুর সারা বাংলা দ্বীনি সেবা সংস্থার পক্ষ থেকে এক শিক্ষা সচেতনতা শিবির ও গুণীজন সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অসিত কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ অলক চ্যাটার্জী, মাদ্রাসা বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডঃ আজিজার রহমান, বিশিষ্ট শিশু সাহিত্যিক তথা আন্তর্জাতিক ভারত পত্রিকার সম্পাদক আব্দুল করিম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক। ৯ জানুয়ারি শিক্ষা সচেতনতা শিবির ও গুণীজন সংবর্ধনা কে ঘিরে ব্যাপক উদ্দীপনার সঞ্চার হয়।
অনুষ্ঠানে ছিল শিক্ষামূলক প্রতিযোগিতা ও ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা সরঞ্জাম প্রদান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট কবি সাহিত্যিক ও গুণীজনদের সমাগমে অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে সার্থকতা লাভ করে। এই অনুষ্ঠানে ২০০ জন ছেলেমেয়েকে শিক্ষা সরঞ্জাম ও ৩৫ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়। উত্তর ২৪ পরগনার কাশিবাটি প্রত্যন্ত এলাকায় সংস্থাটি শিক্ষার প্রসারের কাজে নিরলসভাবে প্রয়াস চালিয়ে যাওয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই বাহবা দেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমডাঙ্গা আধহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক পরিতোষবাবু, বিশিষ্ট সমাজসেবী হাজী সেলিমুজ্জামান, আবু সাহেব, সংস্থার সভাপতি শেখ তাহের আলী, কোষাধক্ষ মাসুদ আলী হাজরা, হিসাব রক্ষক হাসান আলী। এক সাক্ষাৎকারে সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক সাহেব বলেন - মুকুন্দপুর, কাশি বাটি ও সংলগ্ন এলাকায় খুবই আন্তরিকভাবে শিক্ষা সম্প্রসারণ ও সামাজিক কাজে এই সংগঠনটি ওতোপ্রতোভাবে যুক্ত হয়ে আছে।