Photograph Exhibition
চন্দননগরে কথায় এবং ছবিতে অভিনব আলোকচিত্র প্রদর্শনী 'চিত্র কথা'
Bengal Times News, 19 January 2024
অমিত মিত্র, চন্দননগর : হুগলি জেলার চন্দননগর বরাবরই সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি এবং শিল্পী ও শিল্পের শহর। সেই চন্দননগরের সুপরিচিত আর্ট গ্যালারি Galeri de Monsieur Sur (জি. এম. এস আর্ট গ্যালারি)- এ ১৮ জানুয়ারি ,বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এক অভিনব আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজন করেছেন চন্দননগর তথা হুগলি জেলার অন্যতম ফটোগ্রাফি গ্রুপ 'তেপান্তর'।
আট জন আলোক চিত্রী তাদের আলোকচিত্র এবং সেই আলোকচিত্র তোলার প্রেক্ষাপট এবং স্মৃতি রোমন্থন করেছেন ছবির সাথে লেখার মাধ্যমে। তাই এই আলোকচিত্র প্রদর্শনীর নাম চিত্রকথা।
এখানে আছে অন্নদা মল্লিকের 'কুমোরের বৃত্ত' চিত্র ও কথা, রাজর্ষি দত্তের 'হলুদ পাহাড়ে' সৌরভ চন্দ্রের 'প্রবাসে দৈবের বশে' মাধবেন্দু হেঁশ এর 'অন্ধকারের পড়শীরা', দিলীপ কুমার মিত্রের 'জল -জীবন- ধ্বংস' সুব্রত রায় চৌধুরীর 'লাইফ ইন দা টাইম অফ করোনা', জয়দীপ মিত্রের 'দ্য লিগেসি অফ ফাদার স্ট্যান্' এবং বরুণ দত্তের 'কোভিডনামা'।
বৃহস্পতিবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় প্রদর্শনীর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর প্রদীপ সুর, লেখক এবং নাট্য প্রেমী রজত চক্রবর্তী এবং আরও অনেক শিল্প রসিক এবং শিল্প প্রেমী মানুষ।
গ্যালারির তিনটি ঘর জুড়ে এই অভিনব আলোকচিত্রমালা শিল্প রসিক মানুষদের চোখ এবং মন ভরাচ্ছে। প্রদর্শনীটি চলবে আগামী রবিবার ২১ জানুয়ারি পর্যন্ত, রোজ তিন'টে থেকে রাত্রি ন'টা অবধি।