Micro Film Festival
কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন জীবন অঙ্ক ফিল্মের প্রধান অভিনেত্রী রিম্পা
Bengal Times News, 20 January 2024
লুতুব আলি, কলকাতা : কলকাতা মৌলালি যুব কেন্দ্রে অনুষ্ঠিত হলো কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই ফিল্ম ফেস্টিভ্যালে নির্মাল্য বিশ্বাস পরিচালিত জীবন অঙ্ক ফিল্মটির জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন এই ফিল্মের প্রধান অভিনেত্রী রিম্পা সাহা। ১৪ জানুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী, পায়েল সরকার, এই ফেস্টিভ্যালের চেয়ারপার্সন নীলাঞ্জন ভৌমিক সহ আরও বিশিষ্ট ব্যক্তি ও চলচ্চিত্র জগতের তারকারা। জীবন অঙ্ক টেলিফিল্মটির কাহিনীকার রীতা ঘোষ। বিশিষ্ট কবি, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস এই জীবন অঙ্কের স্ক্রিপ্ট লিখেছেন এবং পরিচালনা করেছেন।
নির্মাল্য বিশ্বাস একজন দক্ষ ও সফল চলচ্চিত্র পরিচালক। এই ফিল্ম ফেস্টিভালে দেশ-বিদেশ থেকে আসা ৮৭ টি ফিল্ম এবং মিউজিক ভিডিও প্রদর্শিত হয়। জীবন অঙ্কের প্রধান অভিনেত্রী রিম্পা সাহা শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা পান। জীবন অঙ্কের গল্পে ভালবাসাটাই প্রাধান্য পেয়েছে। ভালোবাসা এমন এক পবিত্র জিনিস অবলীলাক্রমে ছেলে মেয়ে, নারী পুরুষের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে। জীবন অঙ্কের গল্পে কাহিনী কার দেখাতে চেয়েছেন নায়ক মুসলিম পরিবারের ছেলে। নায়িকা বনেদি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। দুজনের মধ্যে প্রেম হয়। এই প্রেম শেষ পর্যন্ত গড়ায় বিয়ের পিঁড়িতে। দুজনে বিয়ে করলে মেয়েটির বাড়ি থেকে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। কোন মতেই তাদেরকে মেয়েটির বাবা মেনে নিতে চাননি। ঘটনাক্রমে মেয়েটির বাবার অ্যাক্সিডেন্ট হলে তারা দুজনেই ঝাঁপিয়ে পড়ে। নির্মাল্য বিশ্বাস একান্ত সাক্ষাৎকারে এই প্রতিবেদক কে বলেন, এই টেলিফিল্মটিতে দুর্দান্ত অভিনয় করে রিম্পা সাহা সেরা অভিনেত্রী শিরোপা পাওয়ায় তাঁরা সকলেই খুশি হয়েছেন। রিম্পা সাহাও এই প্রতিবেদক কে বলেন তিনি পুরস্কার পেয়ে প্রথমেই টিমের সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
নির্মাল্য বিশ্বাস একজন গুণী চলচ্চিত্র পরিচালক। নির্মাল্য বিশ্বাসের কথা ও সুরে আমার জল থৈথৈ আকাশ গানটির জন্য সংগীত শিল্পী জয়িতা বল চ্যাটার্জী পেয়েছেন বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড। এই ফিল্মগুলি প্রদর্শিত হয় অ্যাগোরা স্পেস হলে। অনুষ্ঠানে ফিল্ম উপযোগী অনেক ছোট গল্পের সম্ভার নিয়ে ২৪ এর বায়োস্কোপ নামে একটি বই প্রকাশিত হয়। গত বছরের শিনেরাইটিং কম্পিটিশনে বিজয়ীদের গল্প নিয়ে অণুছবির সহায়তায় ফিল্ম নির্মাণ করেন বিভিন্ন পরিচালকরা। সেই ফিল্মগুলো এই মঞ্চ থেকেও প্রদর্শিত হয়। সিনে রাইটিং কম্পিটিশনের বিজয়ীদেরও এই মঞ্চে পুরস্কৃত করা হয়।