SCROLL

গুজরাটের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু # আইনমন্ত্রী মলয় ঘটকের পরিবর্তে তৃণমূলের লিগ্যাল সেলের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

National Voters Day মিডিয়াকে আড়ালে রেখে জাতীয় ভোটার দিবস পালন, কিন্তু কেন ?


 

 National Voters Day 

মিডিয়াকে আড়ালে রেখে জাতীয় ভোটার দিবস পালন, কিন্তু কেন ?


Bengal Times News, 25 January 2024

বেঙ্গল টাইমস নিউজ : মিডিয়াকে আড়ালে রেখে পালন করা হলো জাতীয় ভোটার দিবস। পূর্ব বর্ধমান জেলার ঘটনা। প্রতি বছর শহর বর্ধমানে জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে উৎসবের আঙ্গিকে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। সেই অনুষ্ঠানে জেলা শাসক সহ অতিরিক্ত জেলা শাসকরা, মহকুমা শাসকরা এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকেন। কিছু সংখ্যক নতুন ভোটারও এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকে। তাদের হাতে তুলে দেওয়া হয় ভোটার কার্ড। ভোটার সচেতনতা মূলক নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উদ্দেশ্য তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করা।

 ভারত সরকার প্রতি বছর ২৫ জানুয়ারিকে "জাতীয় ভোটার দিবস" হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে৷ এটি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৫ জানুয়ারী ২০১১ সাল থেকে শুরু হয়েছে। সব থেকে বড় বিষয় ২০২৪ -এ ভারতের নির্বাচন কমিশন ৭৫ বছরে পদার্পণ করেছে। সেই নিরিখে এবারের জাতীয় ভোটার দিবস সমারোহে পালনের কথা। অথচ পূর্ব বর্ধমান জেলায় মিডিয়াকে আড়ালে রেখে এই দিনটি পালন করায় বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলছে। আসলে অন্যান্য বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জেলা নির্বাচন দপ্তরের পক্ষ থেকে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। অনেক আগে থেকেই সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হতো। কখনও টাউন হল কখনোবা জেলা কালেক্টরেট বিল্ডিং এর সামনে মঞ্চ করে অনুষ্ঠান হয়েছে। ভোট্টুর কথা অনেকেরই মনে আছে। একটা অন্যমাত্রিক উদ্দীপনায় অনুষ্ঠান হতো। বর্তমান জেলা নির্বাচন দপ্তরের দৌলতে সেই সব এখন গল্প কথা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad