চন্দননগরে শিল্পী এবং শিল্প অনুরাগীদের উৎসাহ দিয়ে গেলেন প্রখ্যাত জলরং চিত্রশিল্পী সমীর মন্ডল
Bengal Times News, 24 January 2024
অমিত মিত্র, চন্দননগর : সমীর মন্ডল ভারতবর্ষের কনটেম্পোরারি আর্টের জলরং চিত্রশিল্পে একটি উল্লেখযোগ্য নাম। মুম্বাই নিবাসী এই প্রখ্যাত চিত্রশিল্পী ২১ জানুয়ারি চন্দননগরের 'গ্যালারি দে মঁসিয়ে সুর' এ এসে উদ্বুদ্ধ করে গেলেন চন্দননগরের শিল্পী এবং শিল্প অনুরাগীদের। সমীর মন্ডলের আসা কে কেন্দ্র করে চন্দননগরের শিল্প প্রেমী মানুষদের উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ ছিল দেখার মতন।
জি. এম.এস আর্ট গ্যালারির তরফ থেকে একটি আর্ট আড্ডারও আয়োজন করা হয়। যার বিষয়বস্তু ছিল 'ফটোগ্রাফি এবং পেইন্টিং- একে অন্যের পরিপূরক'। আড্ডার শুরুতে সমীর মন্ডলকে উত্তরীয়, শাল এবং চন্দননগরের বিখ্যাত জলভরা দিয়ে বরণ করে নেন গ্যালারির অধিকর্তা এবং শ্রী মন্ডলের আর্ট কলেজের সহপাঠী প্রখ্যাত ভাস্কর প্রদীপ সুর।
আড্ডায় সমীর মন্ডলের সুদীর্ঘ দেড় ঘন্টার বক্তব্য উপস্থিত শ্রোতৃবৃন্দকে মন্ত্রমুগ্ধ করে রাখে। ফটোগ্রাফি ও চিত্রশিল্পের এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর সোমনাথ চক্রবর্তী, চন্দন রায়, শিল্পী মলয় বোস, ফটোগ্রাফার বরুণ দত্ত, সুব্রত রায় চৌধুরী, অন্নদা মল্লিক, চিত্রশিল্পী রবীন্দ্রনাথ দাস, গৌতম ঘোষ, তুহিন রক্ষিত, গৌতম চৌধুরী, ড. অরূপ সাধু, অর্পিতা চক্রবর্তী প্রমুখ।
উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের চিত্রশিল্পী এবং আর্ট ইন্সটলার তুহিন দাস এবং উদীয়মান ভাস্কর এবং স্যান্ড আর্টিস্ট সোহেল তানবীর। বিকেল থেকে রাত্রি গড়িয়ে যাওয়া এই অনুষ্ঠানে প্রখ্যাত এই শিল্পীর সান্নিধ্য সাহচর্যে চন্দননগরের শিল্পী এবং শিল্প অনুরাগীরা একটি দুর্লভ এবং দুর্দান্ত সময় অতিবাহিত করেন এবং সামগ্রিকভাবে সমৃদ্ধ হন- এ কথা বলার অপেক্ষা রাখে না।