Bathing death in Damodar
পিকনিক করতে এসে দামোদরে স্নান করতে নেমে জলে ডুবে ২ যুবকের মৃত্যু
Bengal Times News, 22 January 2024
সেখ সামসুদ্দিন, মেমারি : পিকনিক করতে এসে দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই যুবক। মেমারি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তর উদ্ধার করে দুই যুবকের দেহ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ২১ জানুয়ারি হুগলী জেলার চন্ডীতলার বেগমপুর জয়কৃষ্ণপুর দাস পাড়ার ১৮-১৯ জন যুবক সেচ দপ্তরের পাল্লা বাংলো সংলগ্ন মাঠে পিকনিক করতে এসে দামোদর নদে ৬-৭ জন স্নান করতে নামে। দুপুর আড়াইটা নাগাদ শুভাশীষ দাস ও সাগর দাস নামে দুই যুবক তলিয়ে যায়। যুবকের সঙ্গীরা বন্ধুদের তলিয়ে যেতে দেখে জলে থাকা অপর সঙ্গীরা উদ্ধারের চেষ্টা করলেও বিফল হয়।
খবর দেওয়া হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরে। তারা এসে উদ্ধারে নেমে দামোদরে তল্লাসি চালিয়ে হুগলী জেলার চন্ডীতলা থানার বেগমপুর জয়কৃষ্ণপুরের দাস পাড়ার বাসিন্দা শুভাশীষ দাসের দেহ উদ্ধার করে । পরে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সাগর দাসের দেহ উদ্ধার করে । মেমারি থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।