Hobby Mela and Exibition
বর্ধমানে ভিন্ন আঙ্গিকে দু'দিনের মেলা ও প্রদর্শনী
Bengal Times News, 11 January 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমানে এখন মেলা ও উৎসবের আনন্দে মাতোয়ারা শহরবাসী। এরমাঝে একবারে ভিন্ন আঙ্গিকে দু'দিনের একটি মেলা ও প্রদর্শনীর আয়োজন করেছ কলকাতা হবি ডিলারস অ্যাসোসিয়েশন। ১১ জানুয়ারি এই বিষয়ে বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে এক সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা উপস্থিত সাংবাদিকদের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেন। পুরনো দিনের কয়েন, টাকা, স্ট্যাম্প, আজাদ হিন্দ মেডেল এবং অন্যান্য হবি আইটেম নিয়ে ১৩ এবং ১৪ জানুয়ারি বর্ধমান উইমেন্স কলেজের বিপরীতে সঙ্গম হলে অনুষ্ঠিত হবে হবি মেলা বর্ধমান এবং প্রদর্শনী। এদিনের বৈঠকে কলকাতা হবি ডিলারস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রবি সেবক, প্রশান্ত কুমার দাস, বাবু গাঙ্গুলী এবং সাগর মুখার্জী।
তারা জানান মুঘল আমল তো বটেই এমনকি তারও অনেক আগের বিভিন্ন মুদ্রার প্রদর্শনী হবে। এই সম্পর্কিত ইতিহাস ভিত্তিক আলোচনায় মুদ্রার বিবর্তন এবং এই মুদ্রা নিয়ে কালোবাজারি, প্রতারণা ইত্যাদি বিষয়ও উঠে আসবে। খ্রিস্টপূর্বাব্দ তৃতীয় চতুর্থ শতকের মুদ্রাও প্রদর্শনীতে থাকবে।
১৩ জানুয়ারি দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। এদিন কলকাতা হবি ডিলার অ্যাসোসিয়েশন দ্বারা নবম শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য একটি ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে
১৪ জানুয়ারী, রবিবার বাংলার পুরানো ভারতীয় মুদ্রা এবং বর্ধমানের ইতিহাস নিয়ে একটি আলোচনারও আয়োজন করা হয়েছে। সাংবাদিক বৈঠকে রবি সেবক আরও বলেন, দু'দিনের এই অনন্য ইভেন্টটি বর্ধমানের জনগণ এবং অন্যান্য সমস্ত মানুষদের জন্য সবচেয়ে আকর্ষণীয়, শিক্ষামূলক, তথ্যপূর্ণ এবং আলোকিত হবে বলে তারা আশাবাদী। কলকাতা হবি ডিলারস অ্যাসোসিয়েশন এর সকল দলের সদস্যরা এই ইভেন্টটিকে একটি সুবর্ণ সাফল্য নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করেছেন। সঙ্গম হলের মিঃ রাজ সিং ভুতোরিয়াও এই অনুষ্ঠানটিকে সফল করতে দিনরাত পরিশ্রম করেছেন। সমিতির লক্ষ্য মুদ্রা এবং অন্যান্য শখের মাধ্যমে প্রাচীন ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণ করা এবং শখের অমূল্য গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা।