Youth Sports Federation
ইষ্ট জোন থেকে চ্যাম্পিয়ন হয়ে এবার ফাইনালের পথে ইয়ুথ স্পোটর্স ফেডারেশন
Bengal Times News, 12 January 2024
বেঙ্গল টাইমস নিউজ : জমে উঠেছে আই এফ এ পরিচালিত নার্সারি ফুটবল লিগ ৷ ইষ্ট জোন চ্যাম্পিয়ন হয়েই প্রতিযোগিতার সেমি ফাইনালে প্রবেশ করলো বি ডিভিশনের দল ইয়ুথ স্পোটর্স ফেডারেশন।
ইয়ুথ স্পোটর্স ফেডারেশন এর ছেলেরা শেষ তিনটি ম্যাচে ৯ টি গোল করলেও নিজেরা একটি গোলও খায়নি ৷ ইষ্টবেঙ্গল স্কুল অব ফুটবল এক্সেলেন্স কে ২-০ গোলে হারানোর পাশাপাশি মাইকেল নগর নেতাজী সংঘ কে ২-০ গোলে হারায় এবং সিথি ন্যাশানালিস্ট ইয়ং কর্ণার কে ৫ - ০ গোলে হারায়৷ লিগে তাদের গোল সংখ্যা ৩৫ এবং ৩ টি গোল হজম করে তারা৷ এবার লিগ চ্যাম্পিয়ন এর ব্যাপারে আশাবাদী ইয়ুথ স্পোটর্স ফেডারেশন এর খেলোয়াড়রা৷