কৃষ্ণভক্ত এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Bengal Times News, 26 January 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : রাজারঘাট এলাকা থেকে কৃষ্ণভক্ত এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নবদ্বীপ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের রাজারঘাটে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত কৃষ্ণভক্ত যুবকের নাম মানিক দাস ওরফে মনোহর। বয়স আনুমানিক ৩১ বছর।
পুলিশ সূত্রে জানা যায়, মানিক নবদ্বীপের রাজারঘাট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো। শুক্রবার সকাল সাড়ে আটটা বেজে গেলেও ঘুম থেকে না ওঠায় বাড়িওয়ালা রাধারমন দাশের ছেলে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। এরপর তারা দেখতে পান ঘরের দরজা ভেজানো। দরজায় ধাক্কা দিতেই দেখেন বাঁশের আড়ায় ঝুলছে কৃষ্ণ ভক্ত ওই যুবকের দেহ। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপর কৃষ্ণ ভক্ত ওই যুবকের দেহটি শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শক্তিনগর হাসপাতাল মর্গে। পুলিশের প্রাথমিক অনুমান কৃষ্ণভক্ত ওই যুবক অবসাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। যদিও সবটাই তদন্ত সাপেক্ষ বলে পুলিশ জানিয়েছে।