International Children Film festival
১০ম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসব
Bengal Times News, 27 January 2024
বেঙ্গল টাইমস নিউজ : কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে নন্দনে৷ রাজ্য শিশু কিশোর একাডেমীর উদ্যোগে আয়োজিত এবারের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব দশম বর্ষে। ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত ৷ উৎসবের আনুষ্ঠানিক শুভারম্ভ উঙ্গিতা কাওয়াস এর হাত দিয়ে৷
আনুষ্ঠানিক সূচনায় নন্দনের মূল প্রেক্ষাগৃহে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিখ্যাত পরিচালক আমল গুপ্তে , অভিনেতা পার্থ এ গুপ্তে ৷ ছিলেন গুরাশ ছবির পরিচালক সৌরভ রায়৷ শিশুকিশোর একাডেমীর চেয়ারপার্সন অর্পিতা ঘোষ জানান, শিশুদের নিয়ে এই রকম একটি চলচ্চিত্র উৎসব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছিলেন৷ এরপর এগিয়ে চলেছে এই উৎসব৷ অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ রাজ্য তথ্য দপ্তরের সচিব শান্তনু বসু এবং অন্যান্যরা৷
এই উৎসবে মোট ৩১ টি দেশের ১১১টি ছোটদের ছবি দেখানো হবে ৷ যার মধ্যে ৩৬ টি ভারতীয় ভাষার ছবি। ১৩টি বাংলা ভাষার ছবি৷ থাকছে ৩৬ টি ডকুমেন্টারি ও ছোট ছবি। দেখানো হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত ছোটদের ছবি৷ শতবর্ষে শ্রদ্ধাঞ্জলিতে দেখানো হবে মৃনাল সেন পরিচালিত " ইচ্ছাপূরন " ৷ তপন সিংহ পরিচালিত " আজকা রবিনহুড " " কাবুলিওয়ালা ", সবুজদ্বীপের রাজা, আনখোমোতি ৷ রেক্ট্রোস্পেক্টিভ বিভাগে থাকছে জাপানি পরিচালক হায়াত মিয়াজাকির পাঁচটি ছবি৷ থাকছে বর্ধমান থেকে পরিচালক কেকে মল্লিক ও সৌভিক দাস পরিচালিত ছবি "রোড টু কাতার"৷ ছবিটি ইতিমধ্যেই দেখানো হয়েছে ওমান আন্তর্জাতিক শিশু ও মহিলা চলচ্চিত্র উৎসব মাসকটে। দেখানো হয়েছে বর্ধমান চলচ্চিত্র উৎসবে এবং মিলেছে ফিফা থেকে বিশেষ সন্মান৷ ছবি দেখানো হচ্ছে নন্দন এবং নন্দন ১,২, ৩ সহ রবীন্দ্রসদন, রাধা স্টুডিও, রবীন্দ্র তীর্থ, একতারা মুক্ত মঞ্চ, রবীন্দ্র ওকাকারুয়া ভবন এবং শিশির মঞ্চে।