জামালপুরে সম্প্রীতির পদযাত্রায় মানুষের ঢল
Bengal Times News, 22 January 2024
অতনু হাজরা, জামালপুর : অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে সংহতি যাত্রার আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন। পূর্ব বর্ধমানের জামালপুরে গত দুদিন আগেই জামালপুরে ব্লক সভাপতি হিসাবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মেহেমুদ খান। তার নেতৃত্বে সম্প্রীতির পদযাত্রা আদপে মহামিছিলের রূপ নেয়।
হালারা মোড় থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত আয়োজিত পদযাত্রায় মানুষের ঢল নামে। কার্যত মিছিল মহামিছিলে পরিণত হয়। মিছিলে পা মেলান প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। মিছিলের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন বিধায়ক অলক কুমার মাঝি, মূল কান্ডারী ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, এস টি সেলের সভাপতি তারক টুডু সহ সমস্ত প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য, অঞ্চল সভাপতিরা।
সম্প্রীতির বার্তা দিতে মিছিলে পা মেলান ব্রাক্ষ্মন সম্প্রদায়ের মুকুন্দ হালদার। এছাড়াও খ্রিষ্টান সম্প্রদায়ের ও মুসলিম সম্প্রদায়ের হাফেজ সাহেব, মতুয়া মহাসংঘের নেতৃত্ব সকলে এই সম্প্রীতির মিছিলে পা মেলান। মিছিলের মুখ যখন বাসস্ট্যান্ডে তখনও মিছিলের শেষ ব্লক অফিস পর্যন্ত। প্রচুর কর্মী সমর্থক মিছিলে ঢুকতে না পেরে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকেন।
বিধায়ক কে প্রশ্ন করা হয় রাম মন্দির প্রতিষ্ঠার পরই বিজেপি পূর্ণ শক্তি নিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করবে। পশ্চিমবঙ্গ ও তার ব্যতিক্রম হবে না। তার উত্তরে তিনি গোপাল ভাঁড়ের গল্প শোনান। তালগাছের উপরে হাঁড়ি চাপিয়ে নিচে জাল দিলে জল গরম হয়না। তাই উত্তর প্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা করার কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। পশ্চিমবঙ্গে ভোট হবে মানুষের উন্নয়নের, শিক্ষা, স্বাস্থের দিকে লক্ষ্য রেখে। জামালপুর থেকে লোকসভার প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন সে বিষয়ে তিনি নিশ্চিত।
ব্লক সভাপতি মেহেমুদ খান প্রথমেই দলনেত্রীকে ধন্যবাদ, প্রণাম ও কৃতজ্ঞতা জানান তাঁর উপর দ্বিতীয়বার ভরসা রেখে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়ায়। মিছিলে আগত সকল কর্মী সমর্থক ও সাধারণ মানুষদের তিনি নত মস্তকে প্রণাম জানান। এই কর্মী সমর্থকরা আছেন বলেই তাঁর অস্তিত্ব বলে তিনি জানান। এই মিছিলে মানুষের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে জামালপুরের মানুষ কি চায়। এখানে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। দলনেত্রী যে ভরসা তাঁর উপর রেখেছেন তিনি লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জামালপুর থেকে বিপুল ভোটে জয় লাভ করিয়ে তাঁর শ্রদ্ধাঞ্জলি দেবেন। তৃণমূলের এই মিছিল যে আদপে লোকসভা ভোটের মহড়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।