Ticket Free Natyamela
কোনও টিকিট লাগবে না, বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে শুরু হয়েছে ত্রয়োবিংশ নাট্যমেলা
Bengal Times News, 21 December 2023
বেঙ্গল টাইমস নিউজ : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ২১ ডিসেম্বর থেকে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে ত্রয়োবিংশ নাট্যমেলা শুরু হয়েছে। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ২৬ ডিসেম্বর পূর্ব বর্ধমান জিলা পরিষদের বিশেষ আয়োজনে শিশুদের জন্য বিশেষ নাটক পরিবেশিত হবে। ২১ ডিসেম্বর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্য মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহসভাধিপতি গার্গি নাহা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সচিব দেবকুমার হাজরা, পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, মেহেবুব মন্ডল, মিঠু মাঝি, মাম্পি রুদ্র সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্যামা প্রসাদ চৌধুরী ও সুদীপা সরকার।
উদ্বোধনী সন্ধ্যায় সংলাপ কলকাতা নাট্যদল মঞ্চস্থ করে চোপ! আদালত চলছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছ'টায় নাটক শুরু হবে। কোন ও প্রবেশ মূল্য নেই বলে জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল।