SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Software Competition ১৮০ টি দেশের মধ্যে সফটওয়ার প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারি অয়নকে সংবর্ধনা জানালো তার কলেজ ইউ আই টি


 

 Software Competition 

 ১৮০ টি দেশের মধ্যে সফটওয়ার প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারি অয়নকে সংবর্ধনা জানালো তার কলেজ ইউ আই টি 


Bengal Times News, 20 December 2023

বেঙ্গল টাইমস নিউজ : বর্ধমান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইউ আই টি) তে আজ একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল এই ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র অয়ন ঘোষের কৃতিত্বের জন্য। ২০২৩ এ একটি আন্তর্জাতিক কৃষি সংক্রান্ত প্রতিযোগিতায় ১৮০ টি দেশের মধ্যে অয়নের তৈরি সফটওয়ার সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে। অয়ন এই ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ২০২২ সালে পাশ করার পর থেকে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। বর্তমানে তার পোষ্টিং ব্যাঙ্গালোরে। সেই সঙ্গে চলতে থাকে তার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি। অয়ন নিজে জানায়, প্রথমবার ২০২১ সালে সে এই প্রতিযোগিতায় অকৃতকার্য হয় কিন্তু পরের বারেই আসে সেই নজরকাড়া সাফল্য। এই প্রতিযোগিতায় সে একটি বহুবিধ কর্মমুখী সফটওয়্যার তৈরি করে যা কিনা কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের চটজলদি সমাধান করতে সক্ষম। যেমন কৃষকরা কোন জমিতে কি ধরনের ফসল বপন করতে পারে কি ধরনের পরিচর্যা দরকার, কি ধরনের বীজ কোথায় পাওয়া যেতে পারে এরকম অনেক কিছু, সঙ্গে চাষি ভাইদের যদি কোন জিজ্ঞাসা থাকে এই সফটওয়ারের মাধ্যমে তার সমাধানেরও সুলুক সন্ধান রয়েছে। আজ অয়নকে তার পূর্বতন কলেজ ইউ আই টি থেকে কলেজের প্রিন্সিপাল, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বর্গ, কর্মচারীবৃন্দ ও স্টুডেন্ট এসোসিয়েশনের উপস্থিতিতে সম্বর্ধিত করা হয়। 

অয়নের সঙ্গে উপস্থিত ছিলেন তার দিদি স্মৃতিকণা ঘোষ যিনি বর্তমানে কানাডায় একটি বহুজাতিক সংস্থায় কর্মরত এবং সেও এই ইনস্টিটিউট থেকেই গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পাস করেছিল। আর ছিলেন তার গর্বিত বাবা যিনি বর্ধমানের এক ব্যবসায়ী। আজকের এই অনুষ্ঠানে পৌরহিত্য করতে গিয়ে কলেজের প্রিন্সিপাল প্রফেসর অভিজিৎ মিত্র তার স্বাগত ভাষণে উল্লেখ করেন যে বর্ধমানের গর্ব ইউ আই টি থেকে পড়াশোনা করেও গোটা পৃথিবীর মধ্যে সাফল্য পাওয়া যে সম্ভব সেটি অয়ন আরো একবার প্রমাণ করেছেন তাই তাকে অভিনন্দন জানান ও তার ভবিষ্যতের সাফল্য কামনা করেন। তাকে এও বলেন যে এই পুরস্কার পাওয়ার অর্থ হল অয়নকে এবার আরো ভাল করে কাজ করতে হবে এবং বর্তমানে ইউ আই টি তে পাঠরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন সাফল্য বা ব্যর্থতার চিন্তা না করে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আসল উদ্দেশ্য। প্রাথমিকভাবে ব্যর্থ হলেও আন্তরিক চেষ্টা এবং অধ্যবসায়ের মাধ্যমে আমাদের বর্ধমান থেকেও নজর কড়া সাফল্য পাওয়া সম্ভব, এবং সেই প্রচেষ্টা ছাত্র-ছাত্রীদের করে যাওয়া উচিত। বিভাগীয় প্রধান ড: পার্থ প্রতীম সরকার অয়ন এবং তার দিদির সাফল্যে অভিনন্দন জানান, সেই সঙ্গে তিনিও বর্তমানে পাঠরত ছাত্রছাত্রীদের তাদের থেকে অনুপ্রেরণা নিতে আহ্বান জানান। স্টুডেন্ট এসোসিয়েশনের তরফ থেকে অয়নকে সংবর্ধনা জানান এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবরাজ সাহা। অনুষ্ঠান শেষ হয় অয়ন ও তার দিদির তরফ থেকে প্রতিশ্রুতির মাধ্যমে যে তারা ইউ আই টি র নাম আন্তরজাতিক ক্ষেত্রে আরো উজ্জল করবে এবং কলেজের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad