Software Competition
১৮০ টি দেশের মধ্যে সফটওয়ার প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারি অয়নকে সংবর্ধনা জানালো তার কলেজ ইউ আই টি
Bengal Times News, 20 December 2023
বেঙ্গল টাইমস নিউজ : বর্ধমান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইউ আই টি) তে আজ একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল এই ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র অয়ন ঘোষের কৃতিত্বের জন্য। ২০২৩ এ একটি আন্তর্জাতিক কৃষি সংক্রান্ত প্রতিযোগিতায় ১৮০ টি দেশের মধ্যে অয়নের তৈরি সফটওয়ার সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে। অয়ন এই ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ২০২২ সালে পাশ করার পর থেকে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। বর্তমানে তার পোষ্টিং ব্যাঙ্গালোরে। সেই সঙ্গে চলতে থাকে তার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি। অয়ন নিজে জানায়, প্রথমবার ২০২১ সালে সে এই প্রতিযোগিতায় অকৃতকার্য হয় কিন্তু পরের বারেই আসে সেই নজরকাড়া সাফল্য। এই প্রতিযোগিতায় সে একটি বহুবিধ কর্মমুখী সফটওয়্যার তৈরি করে যা কিনা কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের চটজলদি সমাধান করতে সক্ষম। যেমন কৃষকরা কোন জমিতে কি ধরনের ফসল বপন করতে পারে কি ধরনের পরিচর্যা দরকার, কি ধরনের বীজ কোথায় পাওয়া যেতে পারে এরকম অনেক কিছু, সঙ্গে চাষি ভাইদের যদি কোন জিজ্ঞাসা থাকে এই সফটওয়ারের মাধ্যমে তার সমাধানেরও সুলুক সন্ধান রয়েছে। আজ অয়নকে তার পূর্বতন কলেজ ইউ আই টি থেকে কলেজের প্রিন্সিপাল, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বর্গ, কর্মচারীবৃন্দ ও স্টুডেন্ট এসোসিয়েশনের উপস্থিতিতে সম্বর্ধিত করা হয়।
অয়নের সঙ্গে উপস্থিত ছিলেন তার দিদি স্মৃতিকণা ঘোষ যিনি বর্তমানে কানাডায় একটি বহুজাতিক সংস্থায় কর্মরত এবং সেও এই ইনস্টিটিউট থেকেই গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পাস করেছিল। আর ছিলেন তার গর্বিত বাবা যিনি বর্ধমানের এক ব্যবসায়ী। আজকের এই অনুষ্ঠানে পৌরহিত্য করতে গিয়ে কলেজের প্রিন্সিপাল প্রফেসর অভিজিৎ মিত্র তার স্বাগত ভাষণে উল্লেখ করেন যে বর্ধমানের গর্ব ইউ আই টি থেকে পড়াশোনা করেও গোটা পৃথিবীর মধ্যে সাফল্য পাওয়া যে সম্ভব সেটি অয়ন আরো একবার প্রমাণ করেছেন তাই তাকে অভিনন্দন জানান ও তার ভবিষ্যতের সাফল্য কামনা করেন। তাকে এও বলেন যে এই পুরস্কার পাওয়ার অর্থ হল অয়নকে এবার আরো ভাল করে কাজ করতে হবে এবং বর্তমানে ইউ আই টি তে পাঠরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন সাফল্য বা ব্যর্থতার চিন্তা না করে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আসল উদ্দেশ্য। প্রাথমিকভাবে ব্যর্থ হলেও আন্তরিক চেষ্টা এবং অধ্যবসায়ের মাধ্যমে আমাদের বর্ধমান থেকেও নজর কড়া সাফল্য পাওয়া সম্ভব, এবং সেই প্রচেষ্টা ছাত্র-ছাত্রীদের করে যাওয়া উচিত। বিভাগীয় প্রধান ড: পার্থ প্রতীম সরকার অয়ন এবং তার দিদির সাফল্যে অভিনন্দন জানান, সেই সঙ্গে তিনিও বর্তমানে পাঠরত ছাত্রছাত্রীদের তাদের থেকে অনুপ্রেরণা নিতে আহ্বান জানান। স্টুডেন্ট এসোসিয়েশনের তরফ থেকে অয়নকে সংবর্ধনা জানান এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবরাজ সাহা। অনুষ্ঠান শেষ হয় অয়ন ও তার দিদির তরফ থেকে প্রতিশ্রুতির মাধ্যমে যে তারা ইউ আই টি র নাম আন্তরজাতিক ক্ষেত্রে আরো উজ্জল করবে এবং কলেজের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখবে।