SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Sahitya Sammelan শারদাঞ্জলি সংকলন প্রকাশ ও সাহিত্য সম্মেলন


 

 Sahitya Sammelan 


শারদাঞ্জলি সংকলন প্রকাশ ও সাহিত্য সম্মেলন


Lutub Ali
Bengal Times News, 6 December 2023

লুতুব আলি, কলকাতা : শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো পুস্তক প্রকাশনী অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলন। মঙ্গলবার সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকার আন্তর্জাতিক মানসম্পন্ন যৌথ সংকলন শারদাঞ্জলি প্রকাশ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপঙ্কর বর্মণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক শ্যামল চক্রবর্তী। শারদাঞ্জলি যৌথভাবে সম্পাদনা করেন দীপঙ্কর বর্মণ ও সমীর কুমার ভৌমিক। দীপঙ্কর বাবু বলেন, কল্পনার জাল বিছাতে বিছাতে সাহিত্য রূপের ক্ষুদ্র সরোবরটি ক্রমে সুগভীর বিস্তীর্ণ ভাবসাগরে পরিণত হচ্ছে। অবাক বিস্ময়ে দূরের সূর্য সাহিত্য পাহাড়ের চূড়া হতে উজ্জ্বলতাময় তারকারা তাকিয়ে দেখছেন। বাংলা সাহিত্যের রূপ রস গন্ধ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে যা পাঠকের মনকে ক্রমশই নাড়া দিয়ে চলেছে। সৃষ্টিশীল লেখার মনের কল্পনার ও ভাবনাকে কথা কল্পে লিপিবদ্ধ করে চলেছেন... সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকা ক্রমশ দেশ-বিদেশে সমাদৃত হচ্ছে। সমীর কুমার ভৌমিক বলেন, দীপঙ্কর বর্মনের তুলনা হয়না। জল জঙ্গলের কঠিন জীবন সংগ্রামের সঙ্গে সঙ্গে এরকম একটি সৃজনশীল মন সত্যিই বিরল। 

পত্রিকাতে লিখেছেন রঞ্জিত কুমার পড়িয়া, কাজল মৈত্র, শুভ্রাচার্য মন্ডল, দীপশিখা মন্ডল, প্রজ্বল রায় চৌধুরী, দীপঙ্কর নায়েক, শ্যামল চক্রবর্তী, মধুমিতা বসাক, আনারুল ইসলাম প্রামানিক, কণিকা সরকার, রুপালি গোস্বামী, সুশীল বন্দ্যোপাধ্যায়, কুসুম কলিতা, রুজিনা বেগম, মদন চক্রবর্তী, সাবিত্রী নন্দী, মনোজ মাইতি, শ্যামল রায় বসুনিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজয় মুখার্জী। দেশ-বিদেশের কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছিলেন। 

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকার অন্যতমা সদস্যা মল্লিকা চক্রবর্তী, সদস্য সুশীল বন্দ্যোপাধ্যায়, মদন চক্রবর্তী, প্রজ্জ্বল রায় চৌধুরী, হেমন্ত সামন্ত, শুভ্রাচার্য মন্ডল, শম্পা পাল মিত্র, সাবিত্রী নন্দী, প্রচ্ছদ শিল্পী রুপালি গোস্বামী প্রমুখ। কলেজ ছাত্রী নন্দিতা বর্মনের হাতে তৈরি করা উত্তরীয় অতিথিরা পেয়ে উচ্চ প্রশংসা করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভবে সঞ্চালনা করেন শিক্ষক ও সাহিত্যিক তথা সংকলনের সহ-সম্পাদক সমীর কুমার ভৌমিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad