Former minister of the state passed away
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জীবনাবসান
Bengal Times News, 5 December 2023
অভিরূপ আচার্য, কলকাতা : প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তিনি নারায়ণ বিশ্বাস। বামফ্রন্ট সরকারের মন্ত্রী সভার সদস্য ছিলেন নারায়ণ বিশ্বাস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। দীর্ঘদিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন তিনি। নারায়ণ বিশ্বাস সিপিআই(এম) এর দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক ছিলেন। এদিন হাসপাতাল থেকে তাঁর মরদেহ সিপিআইএম এর রাজ্য দপ্তরে নিয়ে আসা হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য, শমিক লাহিড়ী সহ অন্যান্য নেতৃত্ব। তাঁর প্রয়াণে দক্ষিণ দিনাজপুর জেলা সহ রাজ্য জুড়ে কর্মী–সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে ৭০–এর দশকের গোড়ায় সিপিআইএমের দলীয় সদস্যপদ পেয়েছিলেন নারায়ণ বিশ্বাস। ১৯৯৩–১৯৯৮ পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের জেলা সভাধিপতি ছিলেন এই নেতা। তারপর তিনি বিধায়ক হন। ২০০১–২০১১ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি দলের রাজ্য কমিটির সদস্য ছিলেন। মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল অত্যন্ত নিবিড়।