SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Sakar Cup বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে নৈশলোকে সূচনা হল নবম বর্ষ সকার কাপ ফুটবল প্রতিযোগিতা

 


 Sakar Cup 


বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে নৈশলোকে সূচনা হল নবম বর্ষ সকার কাপ ফুটবল প্রতিযোগিতা 


Saiyad Abu Jafar
Bengal Times News, 6 December 2023

সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে নৈশলোকে সূচনা হল নবম বর্ষ সকার কাপ। নদীয়া জেলার নবদ্বীপ পৌরসভার উদ্যোগে ৫ নভেম্বর সন্ধ্যায় আতশবাজির রোশনাই ও বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে সূচনা হল নবম বর্ষ মিউনিসিপ্যাল সকার কাপ ফুটবল প্রতিযোগিতা। সূচনাকালে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে সকার কাপ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক পুন্ডরিকাক্ষ সাহা এবং পৌরপতি বিমানকৃষ্ণ সাহা। 

এরপর একে একে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, জিমনাস্টিক, খেলোয়াড়দের জিমনাস্টিক প্রদর্শনী, আতশবাজির রোশনাইয়ের মধ্যে দিয়ে সূচনা হয় নবম বর্ষ নবদ্বীপ মিউনিসিপ্যাল সকার কাপ ফুটবল প্রতিযোগিতা। নবদ্বীপের অন্যতম নৃত্য একাডেমির কলাকুশলী নৃত্য পরিবেশন ও ক্রিয়েটিভ জিমনাস্টিক একাডেমির ছাত্র-ছাত্রীদের জিমনাস্টিক প্রদর্শনী শেষে ফুটবলে শট মেরে উদ্বোধনী ম্যাচের সূচনা করেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। 

নবম বর্ষ সকার কাপের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন গত বছরের বিজয়ী স্থানীয় নবদ্বীপ নিউ শিব শংকর ক্লাব বনাম বিষ্ণুপুর রাওতারা আদিবাসী যুব সংঘ। উদ্বোধনী ম্যাচ দেখতে নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে হাজির ছিলেন প্রায় হাজার পাঁচেক দর্শক। বিগত বছরের ন্যায় এবছরও ৩২ টি ক্লাবকে নিয়ে শুরু হল প্রায় দেড় মাস ব্যাপী নবম বর্ষ সকার কাপ।

 স্থানীয় ২৩ টি ও কলকাতা সহ আরও ৯ টি ক্লাব অংশ নেবে সকার কাপে। বিগত বছরের ন্যায় এবছরও নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে নবদ্বীপ মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি পরিচালিত সকার কাপকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে কোনও প্রকার কসুর করবেনা টুর্নামেন্ট কমিটি। গত বছরের মত এবছরও দর্শকদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে। প্রাথমিক রাউন্ড থেকে শুরু করে প্রি-কোয়াটার ফাইনাল পর্যন্ত টিকিটের মূল্য পাঁচ টাকা। কোয়াটার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত টিকিট ১০ টাকা। সিজন টিকিট যথারীতি গত বছরের মতো এবারেও ১৩০ টাকা রাখা হয়েছে বলে জানালেন,টুর্নামেন্ট কমিটির সম্পাদক সুজিত সাহা। পাশাপাশি গত বছরের মতো এবছরও ক্রীড়া প্রেমী দর্শকদের জন্য লটারির ব্যবস্থা রাখা হয়েছে। তবে ধরনটা একটু বদলানো হয়েছে। প্রতিদিন দৈনিক টিকিটের ওপর উপস্থিত একজন ভাগ্যবান দর্শককে রাঙ্গামাটি রেস্টুরেন্ট এবং ব্যাঙ্ককোয়েট এর তরফে পুরস্কার তুলে দেওয়া হবে। সুজিত বাবু বলেন,আজ থেকে শুরু হল নবম বর্ষ সকার কাপ ফুটবল প্রতিযোগিতা। 

যার সমাপ্তি ঘটবে ২০২৪ সালের ২১ জানুয়ারি ফাইনাল খেলার মধ্যে দিয়ে। নবদ্বীপ পুরসভার পৌরপতি তথা সকার কাপের অন্যতম পৃষ্ঠপোষক বিমান কৃষ্ণ সাহা বলেন,স্থানীয় স্তরে ফুটবলের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে ২০১৪ সালে নবদ্বীপ পুরসভার ব্যবস্থাপনায় ও নবদ্বীপ মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির পরিচালনায় প্যাক কোম্পানির মাঠে শুরু হয়েছিল প্রথম বর্ষ সরকার কাপ ফুটবল প্রতিযোগিতা। সেই শুরু, মাঝে ২০২০ সালে করোনাকালে এক বছর বন্ধ রাখা হয় প্রতিযোগিতাটি। পাশাপাশি টুর্নামেন্ট কমিটির কিছুটা ব্যয়ভার কমানোর লক্ষ্যে ২০২২ সাল থেকে দর্শকদের জন্য প্রবেশ মূল্য চালু করা হয়। যা এ বছরও অব্যাহত রাখা হয়েছে বলে জানান, সকার কাপের অন্যতম পৃষ্ঠপোষক তথা পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ও পৌরপতি ছাড়াও উপস্থিত ছিলেন,নবদ্বীপ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনীশ নন্দী, নবদ্বীপ থানার ইন্সপেক্টর ইনচার্জ জলেশ্বর তিওয়ারি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ, উপ-পৌরপতি শচীন্দ্র বসাক, বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম শ্রীমন ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের অন্যতম সেবায়েত সুদিন গোস্বামী, নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোর গোস্বামী, বিশিষ্ট কবি সাহিত্যিক ও লেখক জনাব সিরাজুল ইসলাম সহ নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের কাউন্সিলররা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad