SCROLL

লিগ ডার্বিতে ৩-২ গোলে মোহনবাগানকে হারালো ইষ্ট বেঙ্গল # ৩০-৩১ জুলাই দুদিনের সফরে বাংলায় আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Neohumanist education নব্যমানবতাবাদী শিক্ষার প্রসারে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের উদ্যোগে শিক্ষা প্রশিক্ষণ শিবির


 

Neohumanist education

নব্যমানবতাবাদী শিক্ষার প্রসারে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের উদ্যোগে শিক্ষা প্রশিক্ষণ শিবির


Jagannath Bhoumick
Bengal Times News, 19 December 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : "প্রকৃত শিক্ষা মানব সমাজের মেরুদন্ড।" এই বিষয়টিকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বোরহাট, আনন্দমার্গ স্কুলে ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। ১৮ ডিসেম্বর এই প্রশিক্ষণ শিবির বিষয়ে বোরহাট আনন্দমার্গ স্কুলে একটি সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের মহাসচিব আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত, বোরহাট আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল আচার্য দেবপোমানন্দ অবধূত, আনন্দমার্গ স্কুল সমূহের এডুকেশন হেড আচার্য তথাগতনন্দ অবধূত, আগরতলা আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল কৃতাত্মানন্দ অবধূত, আনন্দমার্গ স্কুলের দিল্লির প্রধান আচার্য শুভদীপানন্দ অবধূত।

এদিনের সাংবাদিক সম্মেলনে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের মহাসচিব আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত বলেন, আনন্দ মার্গের প্রবক্তা ও প্রবর্তক মহান শিক্ষাগুরু শ্রী শ্রী আনন্দ মূর্ত্তীজী এক নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছেন। এই শিক্ষা ব্যবস্থা হলো "নব্যমানবতাবাদী শিক্ষা"। আনন্দমার্গের সমস্ত স্কুলেই শিশুদের এই শিক্ষা দেওয়া হয়। আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থার মূল আদর্শ হল "সা বিদ্যা যা বিমুক্তয়ে' যা মানুষকে সর্বাত্মক মুক্তির পথে চালিত করতে পারে। এই শিক্ষা ব্যবস্থায় শুধু মানুষকে নয়, পশুপাখি, গাছপালা, লতা, গুল্ম, জীবজন্তু সবাইকে ভালোবাসতে শেখায়। আনন্দমার্গ প্রচারক সংঘ বিভিন্ন সেবামূলক, কাজের দ্বারা সমাজের কল্যান সাধনের চেষ্টা করে চলেছে। বিদ্যালয়, অনাথআশ্রম, বৃদ্ধাশ্রম, পশুকল্যানকেন্দ্র, দুর্গত মানুষের উদ্ধার কার্য, ত্রান শিবির বিভিন্ন কাজে আনন্দমার্গ মিশন নিরলস ব্রতী।

তিনি জানান, সারা ভারতে প্রায় এক হাজারের বেশি আনন্দমার্গ বিদ্যালয় আছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে প্রাথমিক শিক্ষার উপরই বেশি গুরত্ব দেওয়া হয়। এখানে প্রতিটি শিশুকে নৈতিক শিক্ষা দেওয়া হয়, কেননা প্রাথমিক শিক্ষাই হল শিক্ষার মূল ভিত্তি।

আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের মহাসচিব আরও বলেন, আনন্দমার্গের শিক্ষা বিভাগ প্রতি বছরে দুটি শিক্ষা শিবিরের আয়োজন করে থাকে। একটি গ্রীষ্মকালীন এবং অপরটি শীতকালীন শিক্ষাশিবির। এবছর শীতকালীন শিক্ষাশিবিরটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বোরহাট, আনন্দমার্গ স্কুলে আয়োজন করা হয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, কর্ণাটক, ঝাড়খন্ড, ওড়িষ্যা ও বিভিন্ন রাজ্যের আনন্দমার্গ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ এই শিবিরে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এই শিক্ষা শিবিরে প্রশিক্ষন দিচ্ছেন।

বোরহাট আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল দেবপোমানন্দ অবধূত বলেন, বর্ধমান শহরের বোরহাট আনন্দমার্গ বিদ্যালয়টি একটি অন্যতম জনপ্রিয় পুরনো বিদ্যালয়। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই প্রাথমিক শিক্ষালাভের সুযোগ পায়। এখন বর্ধমানের এই আনন্দমার্গ বিদ্যালয়ে প্রায় সাতশো জন ছাত্র ছাত্রী পঠন পাঠন করে। ভবিষ্যতে আমাদের এই বিদ্যালয়টিকে একটি উন্নত আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তুলতে চাই। আশাকরি সকলের সহযোগিতায় এই শীতকালীন শিক্ষাশিবিরটি আমাদের লক্ষ্য পূরণে সামগ্রিকভাবে উন্নীত করবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad