Nationalist Pensioners Association
জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলনের প্রস্তুতি শুরু
Bengal Times News, 1 December 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে শহর বর্ধমানের টাউন হলে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। আজ সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন উদ্যোক্তারা।
বর্ধমান কালেক্টোরেট রিক্রিয়েশন ক্লাবের সভা কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান তথা জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবপ্রসাদ মুখার্জী, সম্পাদক জ্যোতি প্রকাশ দত্ত, সহ সম্পাদক শঙ্কর ব্যানার্জী, সদস্য চিত্তরঞ্জন মন্ডল, সোমনাথ মোদক, দেবাশীষ মন্ডল।
সাংবাদিক সম্মেলনে জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক জ্যোতি প্রকাশ দত্ত জানান, আগামী ১৬ এবং ১৭ ডিসেম্বর বর্ধমানের টাউন হলে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বর্ধমান পৌরসভার পৌরপতি হরিশচন্দ্র সরকার। সম্মেলনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে এবং আগামী দিনে রাজ্য সরকারের কাছে কিভাবে সেগুলো উপস্থাপন করা হবে সবকিছু নিয়ে বিস্তৃত আলোচনা হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধা-অসুবিধার বিভিন্ন দাবী দাওয়ার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের ভূমিকা নিয়ে কি হওয়া উচিত সে বিষয়ে ও আলোকপাত করবেন নেতৃত্ব।