Miraculous rescue of a lady passenger by RPF
মহিলা ট্রেন যাত্রীর জীবন বাঁচিয়ে পুরস্কৃত আরপিএফ এর কনস্টেবল
Bengal Times News, 30 November 2023
জগন্নাথ ভৌমিক, হাওড়া : এক মহিলা ট্রেন যাত্রীর জীবন বাঁচিয়ে পুরস্কৃত হলেন আর পি এফ এর হাওড়া উত্তরের হেড কনস্টেবল এল কে বাউড়ি। আজ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী ওই কনস্টেবল এর হাতে শংসাপত্র তুলে দিয়ে অভিনন্দিত করেন। উপস্থিত ছিলেন পূর্ব রেলের আইজি কাম পিসিএসসি পরমশিব।
উল্লেখ্য ২৯ নভেম্বর হাওড়া স্টেশনে চলমান ট্রেনে চড়ার সময় ফতিমা খাতুন (৪০) নামে এক মহিলার জীবন বাঁচিয়েছেন। হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকের মধ্যে পড়ে যাওয়ার সময় তাকে টেনে বের করে তার জীবন রক্ষা করেছিলেন। কর্তব্যরত অবস্থায় কনস্টেবল শ্রী বাউড়ি অনুকরণীয় পরিষেবা দিয়েছেন। যার ফলে একজন মহিলা যাত্রীর মূল্যবান জীবন বাঁচানো গিয়েছে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী বলেন, রেলওয়ে সুরক্ষা বাহিনী রেল যাত্রীদের জীবন সুরক্ষায় নিজের জীবন উৎসর্গ করে যে বীরত্বের কাজটি করেছেন এটা একটি দৃষ্টান্ত। তিনি ওই কনস্টেবল এর পরিষেবা কে কুর্ণিশ জানান।