Indian Redcross
ইণ্ডিয়ান রেডক্রশ সোসাইটির পূর্ব বর্ধমান জেলায় নতুন কমিটি, চেয়ারম্যান পদে ডাঃ এস কে দাস
Bengal Times News, 23 December 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ইণ্ডিয়ান রেডক্রশ সোসাইটির পূর্ব বর্ধমান জেলা শাখার পরিচালনায় নতুন কমিটি গঠিত হলো। পদাধিকার বলে রেডক্রশের পূর্ব বর্ধমান জেলা শাখার প্রেসিডেন্ট জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, ভাইস প্রেসিডেন্ট বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, চেয়ারম্যান ডাঃ সুশান্ত কুমার দাস, ভাইস চেয়ারম্যান বর্ধমান জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ, কোষাধ্যক্ষ শ্রীমত্যা শান্তি ব্যানার্জী। গত ২২ ডিসেম্বর বর্ধমান সদর (উত্তর) মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস এর অফিস চেম্বারে এক জরুরী সভায় নতুন কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, উদ্যোগপতি আব্দুল মালেক সহ অন্যান্যরা। যদিও এদিনের সভায় বিগত কমিটির সম্পাদক রাজ কুমার সাহানা উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য নতুন কমিটিতে সম্পাদক পদের পরিবর্তে চেয়ারম্যান পদে এসেছেন ডাঃ এস কে দাস। ইতিপূর্বে তিনি সম্পাদক পদের দায়িত্বেও ছিলেন।