Borsul Utsav
প্রাণ প্রেম প্রয়াস এর বার্তা দিয়ে শুরু হয়েছে বর্ণময় বড়শুল উৎসব
Bengal Times News, 25 December 2023
লুতুব আলি, বড়শুল : প্রাণ প্রেম প্রয়াস এর বার্তা দিয়ে শুরু হয়েছে বর্ণময় বড়শুল উৎসব। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বর্ধমান শহরের অদূরে বর্ধমান ২ নং ব্লকের অন্তর্গত বড়শুল উপনগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রারম্ভিক সূচনা হয় উৎসবের। ২৪ ডিসেম্বর বড়শুল সিডিপি উচ্চ বিদ্যালয়ের মাঠে মূল মঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বড়শুল উৎসব কমিটির সভাপতি নিশিথ কুমার মালিক। উৎসবে স্বাগত ভাষণ দেন বড়শুল উৎসব কমিটির সম্পাদক তথা বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার। উৎসবে সকলকে স্বাগত জানান উৎসব কমিটির অন্যতম সদস্য শেখ মোঃ হাবিব, শেখ নাজির হোসেন, মোহাম্মদ সিরাজ উদ্দিন, জয়ন্ত বৈদ্য, সোমা দাস প্রমুখ। পঞ্চাশের দশকে পশ্চিমবাংলার রূপকার প্রয়াত মুখ্যমন্ত্রী ডা: বিধানচন্দ্র রায় বড়শুল গ্রামকে সিডিপি প্রকল্পের আওতায় এনে উপনগরী হিসেবে গড়ে তুলতে যে তিনটি শব্দ প্রাণ প্রেম প্রয়াস কে মূল মন্ত্র হিসেবে উপস্থাপিত করতে চেয়েছিলেন তা এই উৎসবের ম্যাগাজিনের নামকরণ ও উৎসবের থিম করা হয়েছে। রাজনৈতিক কোনো দৃষ্টিকোণ থেকে নয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের ভাবনাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। বড়শুল উৎসবের উদ্বোধক বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীন উন্নয়নের মৌলিক পরিবর্তন ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রী চাইছেন মেলা ও উৎসব বেশি, বেশি করে নিবিড় সংযোগ স্থাপন করতে। বড়শুল উৎসবে অনুষ্ঠান ও খেলাধুলার সঙ্গে শক্তিগড় জুট পার্কে কর্মী নেওয়ার জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি গার্গী নাহা, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল, বর্ধমান ২নং ব্লকের বি ডি ও দিব্যজ্যোতি দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোনার, সহ-সভাপতি দেব-দীপ রায়, মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান, জেলা পরিষদ সদস্য সনৎ মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরেশ কাহার, সোমা দাস, শক্তিপদ হয়, বড়শুল ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না মন্ডল, বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিরা বেগম, সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, বিশিষ্ট সমাজসেবী মোঃ মহসিন, গৌরাঙ্গ লাল বসু, গৌড় দত্ত, অনিল সরকার, উত্তম মোদক, প্রাক্তন জেলা স্কুল পরিদর্শক তথা বড়শুল সি ডি পি উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তারক নাথ রায়, শেখ সফিক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রাধা বিনোদ সঙ্গীত সমাজ ও নিরুপমা একাডেমী। সংগীত পরিচালনা করেন সঙ্গীতা ঘোষ ও বুলবুল দত্ত সিনহা। উৎসব কমিটির সম্পাদক রমেশ চন্দ্র সরকার জানান, উৎসবের প্রথম দিনেই স্বাস্থ্য বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন দিনে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সান্ধ্যকালীন অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীদেরও অনুষ্ঠান থাকছে। থাকছে ক্রিকেট প্রতিযোগিতা,অঙ্কন প্রতিযোগিতা, মননশীল আলোচনা।