SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Human Rights বিশ্ব মানবাধিকার দিবসে মানুষের স্বাধীনতা, সাম্য ও সুবিচার রক্ষার আওয়াজ


 

 Human Rights 

বিশ্ব মানবাধিকার দিবসে মানুষের স্বাধীনতা, সাম্য ও সুবিচার রক্ষার আওয়াজ


Lutub Ali
Bengal Times News, 11 December 2023

লুতুব আলি, ডানলপ : উত্তর চব্বিশ পরগনা জেলার ডানলপে পালিত হল বিশ্ব মানবাধিকার দিবস। আয়োজক গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সমিতি (এপিডিআর)। এই অনুষ্ঠানে মানুষের স্বাধীনতা, সাম্য ও সুবিচার রক্ষার আওয়াজ তোলা হয়। এ পি ডি আর বিশ্ব মানবাধিকার দিবসে যে যে বিষয়গুলি সামনে এনেছে সেগুলি হল: রাষ্ট্রসংঘ ৭৫তম মানবাধিকার দিবস পালন করার কথা বলছে। কিন্তু বর্তমানে বিশ্বে সবচেয়ে আলোচিত অথচ অবহেলিত প্রসঙ্গটির নাম মানবাধিকার। প্যালেস্টাইনের উপর ইসরাইলের শিশুঘাতি, নারীঘাতী হামলা মানবাধিকার কে প্রহসনে পরিণত করেছে। কেবলমাত্র দুই দেশের যুদ্ধের মধ্যে মানবাধিকার লঙ্ঘন হয় এমনটা নয়। আমাদের দেশেও সংবিধানে মানবাধিকারীর কথা বলা থাকলেও মানুষ প্রতিনিয়ত অধিকার হরণের শিকার হচ্ছে। প্রতিবছর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দুঃখজনক বিষয়, রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। অথচ রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বলা হয়েছে, সরকার যে দলই গঠন করুক না কেন, একদিকে সাধারণ মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুবন্দোবস্ত করা এবং অন্যদিকে বাক স্বাধীনতা ও নির্ভয়ে মতামত ব্যক্ত করার অধিকার কে প্রতিষ্ঠা করার দায়িত্ব ওই সরকারের উপর বর্তাবে। 

আরও উদ্বেগ প্রকাশ করা হয় যে, বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসনকালে সমাজকর্মী বা মানবাধিকার রক্ষায় আন্দোলনে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করার ঘটনা আগেকার সমস্ত রেকর্ড ভেঙেছে। এইসব সমাজ কর্মীদের মধ্যে রয়েছেন শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, সমাজসেবী এমন কি কবিরাও সরকারের অন্যায়কার্য কলাপের বিরোধিতা করলেই চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে এই সমাজকর্মীদের বিনা বিচারে জেলবন্দী করে রাখা হচ্ছে। মানবাধিকার দিবসের অনুষ্ঠানে আরও অনেক নাক্কারজনক দিকগুলি নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর, সহ-সম্পাদক আলতাফ আমেদ, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য জয়দেব দাস, শংকর দাস, জগদীশ সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন শামসুর আলম, তাপস মুখার্জী, কবীন্দ্র ব্যানার্জী সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad