SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Belur Math 125 years রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সারা ভারত জুড়ে ৬টি অন্তধর্মীয় সম্মেলন


 

 Belur Math 125 years 

রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সারা ভারত জুড়ে ৬টি অন্তধর্মীয় সম্মেলন 


Saiyad Abu Jafar
Bengal Times News, 10 December 2023

সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সারা ভারতে মাত্র ৬টি অন্তধর্মীয় সম্মেলন হচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র শ্রীমন্ত মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পরিচালনায় স্থানীয় রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে দুদিনের এই সম্মেলন শনিবার শুরু হয়। মহাপ্রভু ও দিব্যত্রয়ীকে পুষ্পাঞ্জলি, বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও পৌরপতি বিমানকৃষ্ণ সাহা। সারা ভারতের ৩টি রাজ্য এবং ১৬টি জেলা থেকে প্রায় ৯০০ অধ্যাত্মপিপাসু প্রতিনিধি ও অতিথি উপস্থিত হয়েছিলেন এই ঐতিহাসিক মহাসম্মেলনে। উদ্বোধনী ভাষণ দিলেন বেলুড় মঠের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। বক্তব্য রাখেন বৃন্দাবনের রাধারমন মন্দিরের আচার্য্য ও ভগবত পন্ডিত শ্রীবৎস গোস্বামী। সভাপতির আসন অলংকৃত করেন গোলপার্কের সম্পাদক এবং সুবক্তা স্বামী সুপর্ণানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশনের নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজী মহারাজ বলেন রবিবার বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, শৈব ধর্ম এবং অচিন্ত্য ভেদাভেদ বাদের উপর আলোচনা করেন প্রাক্তন অধ্যাপক ব্রজকিশোর সাঁই (পুরী), স্বামী তত্ত্বসারানন্দ (ব্রক্ষচারী প্রশিক্ষণ কেন্দ্র), অধ্যাপক পলাশ ঘোড়ই (মেদিনীপুর), স্বামী তত্ত্ববিদানন্দ (সহ-সাধারণ সম্পাদক, বেলুড় মঠ)। দ্বিতীয় দিনের বিদায়ী ভাষণ প্রদান করেন বেলুড় মঠের সহ-সঙ্ঘাধ্যক্ষ পূজনীয় স্বামী ভজনানন্দজী। সমগ্র অনুষ্ঠানটি নদীয়া তথা পশ্চিমবঙ্গের ভাব আন্দোলনে বিশেষ উল্লেখযোগ্য সংযোগ বলে দাবী করলেন স্বামী অমরেশ্বরানন্দ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad