Healthcare Achievers Award
পশ্চিমবঙ্গের সেরা সুপার স্পেশালিটি কার্ডিওলজি হাসপাতাল এর শিরোপা পেল বর্ধমানের টেরেসা মেমোরিয়াল হাসপাতাল
Bengal Times News, 14 December 2023
জগন্নাথ ভৌমিক : পশ্চিমবঙ্গের সেরা সুপার স্পেশালিটি কার্ডিওলজি হাসপাতাল হিসেবে পুরস্কৃত হয়েছে বর্ধমানের টেরেসা মেমোরিয়াল হাসপাতাল। ১২ ডিসেম্বর ওয়ার্ল্ড ওয়াইড অ্যাচিভার্স নতুন দিল্লির হোটেল শাংরি-লা ইরোস - এ আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করেছে। হেলথকেয়ার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ এই শংসাপত্র পেয়েছে টেরেসা মেমোরিয়াল হাসপাতাল। ওয়ার্ল্ড ওয়াইড অ্যাচিভার্স এর চিফ এক্সিকিউটিভ অফিসার পি কে চৌধুরী টেরেসা মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে দুর্লভ এই সম্মান তুলে দিয়েছেন। টেরেসা মেমোরিয়াল হাসপাতাল এর তরফে পুরস্কার গ্রহণ করেন হসপিটালের অন্যতম ডিরেক্টর দেবজ্যোতি ভট্টাচার্য সহ ডিরেক্টর বোর্ডের সদস্য শুভজ্যোতি ভট্টাচার্য, বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডাঃ সপ্তর্ষি রায় সহ অন্যান্যরা।
পুরস্কার প্রদানকারী সংস্থার সিইও পি কে চৌধুরী জানান, হেলথকেয়ার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ব্যক্তি, গোষ্ঠী এবং সংস্থার অবদানকে স্বীকৃতি দেয়। বিগত বছরগুলিতে বীরত্বের সাথে কাজ করে টেরেসা মেমোরিয়াল হাসপাতাল এই শিরোপা অর্জনে সক্ষম হয়েছে।
উল্লেখ্য চলতি বছরের গত ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবসে টেরেসা মেমোরিয়াল হসপিটাল বর্ধমান শহরের উপকণ্ঠে বামচাঁদাইপুরে জাতীয় সড়কের (কলকাতাগামী) ধারে বর্ধমান ক্লাবের পাশে গড়ে তুলেছে অত্যাধুনিক ক্যাথলাব সেন্টার সহ নানা জটিল রোগের চিকিৎসা পরিষেবা। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাঃ সপ্তর্ষি রায় বলেছিলেন, আমাদের দৃষ্টিভঙ্গি হল টেরেসা মেমোরিয়াল হসপিটাল কে বিশ্বব্যাপী শ্রেষ্ঠত্বের একটি পছন্দের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এবং আমাদের লক্ষ্য হল আমাদের রোগীদের জন্য সর্বোত্তম সম্ভাব্য যত্ন প্রদান করা। আমাদের মূল্যবোধ হল উৎসর্গ, পেশাদারিত্ব এবং শ্রেষ্ঠত্ব। হেলথকেয়ার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণিত হয়।