St. Thomas Church
বড়দিনের আগে বিদ্যানগরের সেন্ট থমাস চার্চ সংস্কারের মাধ্যমে নতুন সাজে
Saiyad Abu Jafar
Bengal Times News, 27 November 2023
সৈয়দ আবু জাফর : পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিদ্যানগরে সেন্ট থমাস চার্চ এর পুনঃ প্রতিষ্ঠা করা হলো। সোমবার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন খ্রীস্ট ধর্মাবলম্বী বিশপরা।
বিশপদের মতে, আজ বিদ্যানগরে সেন্ট থমাস মন্ডলীকে নতুনভাবে ঈশ্বরের নামে উৎসর্গ করতে তারা সমবেত হয়েছেন। মন্ডলী শব্দটি গ্রিক শব্দ, যার অর্থ প্রভুর গৃহ।
২৭ নভেম্বর সকালে মন্ত্রী স্বপন দেবনাথ, বিশপ সহ অসংখ্য সাধারণ মানুষ শোভাযাত্রা সহকারে চার্চে আসেন। এবং নতুন ভাবে সংস্কার করা চার্চের দ্বারোদঘাটন করেন। তারপর এখানে প্রভু যীশুর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ সমস্ত ধর্ম গুরুদের মত অনুসরণ করে গুরু নানকের কথায় বলেন সবার প্রথমে তুমি একজন মানুষ তারপর তুমি হিন্দু, মুসলমান বা খ্রিস্টান। তিনি আরো বলেন, এই একই কথা চৈতন্য মহাপ্রভু ও বলেছিলেন। সব ধর্মের মূল কথাই এক। ঈশ্বর এক এবং অদ্বিতীয়।