Nazrul geeti movement
নজরুলগীতি কারার ঐ লৌহ কপাট গানের মূল সুরকে বিকৃত করার জোরালো প্রতিবাদ
Bengal Times News, 26 November 2023
লুতুব আলি, কলকাতা : কাজী নজরুল ইসলামের কারার ঐ লৌহ কপাট গানের সুরকে বিকৃত করে বাণিজ্যিক হিন্দি সিনেমায় ব্যবহার করার প্রতিবাদের ঝড় উঠেছে। অস্কার বিজয়ী গায়ক এ আর রহমান হিন্দি সিনেমা "নিপ্পা" তে কারার ঐ লৌহ কপাট গানের মূল সুরকে বিকৃত করে এই ছবিতে ব্যবহার করেছেন। এ আর রহমান এই হিন্দি ছবির সংগীত পরিচালনা করেছেন। কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম ও কবির নাতনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোনালি কাজী এই কালজয়ী দেশপ্রেমী গানের সুর কে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছেন। কবিতীর্থ চুরুলিয়ার দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতার বুকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। নন্দন চত্বর ও কলকাতা প্রেসক্লাবে এর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর হয়।
দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার বিশিষ্ট সংগীত শিল্পী সোনালী কাজী এর নেতৃত্ব দিচ্ছেন। রাজ্যের জেলায় জেলায় ও বাংলাদেশেও এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে। কাজী নজরুল ইসলাম কবিতা ও গান লিখতে গিয়ে স্বৈরাচারী ইংরেজ সরকার বহুবার কারারুদ্ধ করে রেখেছিল। কবির সমগ্র জীবন দুঃখ ও বিষাদে ভরা ছিল। কবির মূল্যবান লেখা ভারতের স্বাধীনতা সংগ্রামে দারুণভাবে রেখাপাত করেছিল। কবি কোনদিন টাকার প্রলোভনে নিজেকে বিকিয়ে দেননি। কারার ঐ লৌহ কপাট গানটি বিপ্লবীদের কাছে হাতিয়ার হয়ে উঠেছিল। দেশপ্রেমের এই গানটি নজরুল ইসলামের কয়েকজন উত্তরাধিকার টাকার বিনিময়ে সম্পূর্ণ অন্য একটি প্রেক্ষাপট হিন্দি বাণিজ্যিক ছবিতে ব্যবহারের অনুমতি দেওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন! সোনালী কাজী এই প্রতিবেদক কে এক সাক্ষাৎকারে বলেন, ২ লাখ টাকার বিনিময়ে কল্যাণী কাজী ও অনির্বাণ কাজী এ আর রহমানের সঙ্গে গোপন চুক্তি করেন বলে জানা যাচ্ছে। আমরাও নজরুল ইসলামের উত্তরাধিকার। আমাদের সকলের সঙ্গে মতামত না নিয়ে গোপন ভাবে এই চুক্তি সম্পূর্ণ অবৈধ। এই হিন্দি সিনেমা সম্পূর্ণ অন্য একটি প্রেক্ষাপটে তৈরি। এই সিনেমা থেকে এই বিকৃত সুর কে অবিলম্বে বাতিল করার দাবি জানাচ্ছি। সোনালী কাজী আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় একজন সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব তাঁর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা গণস্বাক্ষর করছি সরকারকে দেবার জন্য। নজরুল ইসলামের সমস্ত কিছু সরকার অধিগ্রহণ করুন। আমাদের পরিবারের অনেকে নজরুল ইসলামের অনেক ব্যবহার্য জিনিস ও পুরস্কার এমনকি অনেক পুরস্কারে সোনা দানা আছে সেগুলি নিয়ে বিদেশে প্রদর্শনী করে ব্যবসা-ফেঁদেছে। নজরুল ইসলাম জাতীয় সম্পদ। এই গানের বিকৃত সুরকে বাদ দিয়ে মূল সুরে না ফেরালে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন সোনালি কাজী।
নন্দন ও প্রেস ক্লাবের প্রতিবাদ সভায় রাজ্যের অনেক বিশিষ্ট সাহিত্যিক সংগীত শিল্পী এবং গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা বিধায়ক দেবাশীষ কুমার, গীতিকার ও শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, অরুন মুখোপাধ্যায়, দূরদর্শন ও আকাশবাণীর প্রাক্তন সংবাদ পাঠক ও ঘোষক দেবাশিস বসু, অভিনেতা বাসুদেব মুখার্জী, আব্দুর রব, সেলিম দুরানি বিশ্বাস, সুচন্দ্রিতা চক্রবর্তী, নাট্য পরিচালক কমল দত্ত, আশীষ ঘোষ, চন্দ্রনাথ বসু, সুতপা রায়, রঞ্জনা কর্মকার, কৃষ্ণা মজুমদার, রামানুজ দাশগুপ্ত, ড. বিপ্লব চক্রবর্তী, মিউজিসিয়ান স্বপন, অঞ্জল চট্টোপাধ্যায় প্রমুখ।
EXCELLENT JOB.....CONGRATULATIONS
উত্তরমুছুন