Main ATAL Hoon
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী অভিনীত "ম্যাঁয় অটল হুঁ" মুক্তির দিনক্ষণ ঘোষণা
Jagannath Bhoumick
Bengal Times News, 28 November 2023
জগন্নাথ ভৌমিক, কলকাতা : ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী -কে নিয়ে শীঘ্রই বড়পর্দায় আসছে "ম্যাঁয় অটল হুঁ"। ভারতের তিনবারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী— এমন একজন নেতা, যিনি সমগ্র জাতিকে পছন্দ করতেন, যাঁর জীবনযাত্রার মান ছিল একেবারেই স্বতন্ত্র। তাঁর জীবনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবি "ম্যাঁয় অটল হুঁ"। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তাঁর অটল বিহারি বাজপেয়িতে রূপান্তর (লুক) সবাইকে অবাক করে দেবে। ১৯ জানুয়ারী ২০২৪- এ মুক্তি পেতে চলেছে ছবিটি।
অটলজীর জীবন সম্পর্কে বায়োপিকের ঘোষণা দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা তৈরি করেছিল এবং পঙ্কজ ত্রিপাঠির, অটলজিতে রূপান্তরিত প্রথম চেহারা ব্যাপক গুঞ্জন তৈরি করেছিল এবং প্রচুর প্রশংসা অর্জন করেছিল। দর্শকরা ছবিটি দেখার জন্য যথেষ্ট উৎসাহী ছিলেন।
পুরস্কার বিজয়ী পরিচালক রবি যাদব দ্বারা পরিচালিত এবং ঋষি বীরমানি ও রবি যাদব রচিত, ভানুশালী স্টুডিওস লিমিটেড এবং লিজেন্ড স্টুডিওস দ্বারা উপস্থাপিত "ম্যাঁয় অটল হুঁ", প্রযোজনা করেছেন বিনোদ ভানুশালী, সন্দীপ সিং এবং কমলেশ ভানুশালী।