Beginning of Kali Puja by placing a sheet on the Pir's shrine
পীরের মাজারে চাদর চাপিয়ে কালীপুজোর সূচনা
Bengal Times News, 10 November 2023
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলকোট : পীরের মাজারে চাদর চাপিয়ে কালীপুজোর সূচনা হলো মঙ্গলকোটে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে গেছেন একদা মুঘল সম্রাট শাহজাহান বাদশার শিক্ষা ও দীক্ষাগুরু আব্দুল হামিদ দানেশখান্দ। যিনি হামিদ বাঙালি নামে পরিচিত। সেই সম্প্রীতির মেলবন্ধন এখনও অক্ষত মঙ্গলকোটে। এখানে কালীপুজোর সূচনা হয় পীরের মাজারে চাদর চাপিয়ে। শুক্রবার মঙ্গলকোটের পুরাতন থানায় পীর বাবার মাজারে চাদর চাপিয়ে মঙ্গলকোট থানার কালীপুজোর শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার আমনদীপ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ধ্রুব দাস, মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক, আইসি পিন্টু মুখার্জী প্রমুখ। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার শতাধিক বছরের ধর্মীয় রীতি মেনে পীর পাঞ্জাতন বাবার মাজারে চাদর চাপিয়ে কালীপুজোর শুভ সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। আগামী বুধবার পীর বাবার জলসা অনুষ্ঠিত হবে। ওই দিন এলাকার সকল সম্প্রদায়ের মানুষকে একসাথে বসে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে বলে জানান মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জী। এদিন কালীপুজোর শুভ সূচনা করে মঙ্গলকোট থানার পক্ষ থেকে এলাকার ২০০০ দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়।